
চীনের দ্রুত বিকাশমান নিম্ন-উচ্চতার আকাশ অর্থনীতি খাতে দক্ষ জনশক্তি গড়ে তুলতে এ বছর দেশটির ছয়টি শীর্ষ বিশ্ববিদ্যালয় চালু করছে নতুন অনার্স প্রোগ্রাম। আগামী শরৎ সেমিস্টার থেকেই এই কোর্সে ভর্তি শুরু হবে।চীনের শিক্ষা মন্ত্রণালয়ের অনুমোদন পাওয়ার পর এপ্রিলে কোর্সটিকে জাতীয় অনার্স প্রোগ্রামের তালিকায় যুক্ত করা হয়েছে।
২০২৫ সালের মধ্যে এই খাতের বাজারমূল্য দেড় ট্রিলিয়ন ইউয়ান ছাড়িয়ে যাবে বলে ধারণা করা হচ্ছে। এর পেছনে রয়েছে ড্রোন, ইউএভিক্রমবর্ধমান ব্যবহার।
নতুন অনার্স প্রোগ্রামটি চালু করছে—বেইহাং ইউনিভার্সিটি, বেইজিং ইন্সটিটিউট অব টেকনোলজি, বেইজিং ইউনিভার্সিটি অব পোস্টস অ্যান্ড টেলিকমিউনিকেশনস, নানচিং ইউনিভার্সিটি অব অ্যারোনটিক্স অ্যান্ড অ্যাস্ট্রোনটিক্স, সাউথ চায়না ইউনিভার্সিটি অব টেকনোলজি এবং নর্থওয়েস্টার্ন পলিটেকনিক্যাল ইউনিভার্সিটি।
বেইহাং ইউনিভার্সিটির অ্যারোনটিক সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং স্কুলের ভাইস-ডিন লুও মিংছিয়াং জানান, নিম্ন-উচ্চতার আকাশ অর্থনীতি বলতে বোঝানো হয় এমন সব উড়ন্তযান বা ডিভাইস যা সাধারণত এক হাজার মিটার উচ্চতায় কাজ করে। ভবিষ্যতে এই খাত দৈনন্দিন যাতায়াত, পণ্য ডেলিভারিতে ব্যাপকপ্রভাব ফেলবে বলে জানান তিনি।
২০২৪ সালের চীনেরসরকারি কর্মপ্রতিবেদনে ‘নিম্ন-উচ্চতার আকাশ অর্থনীতি‘কে কৌশলগত অগ্রাধিকার হিসেবে ঘোষণা করা হয়।এ নিয়ে তখন জাতীয় উন্নয়ন ও সংস্কার কমিশনের অধীনে একটি আলাদা বিভাগও গঠন করা হয়।
চীনের সিভিল এভিয়েশন প্রশাসনজানিয়েছে, ২০৩৫ সালের মধ্যে চীনে এ খাতের বাজারমূল্য সাড়ে তিন ট্রিলিয়ন ইউয়ানে পৌঁছাতে পারে।
সূত্র: সিএমজি