Wednesday, July 16
Shadow

চলতি বছর চীনে ৩৮টি খনিজ মজুতের সন্ধান

চীন চলতি বছরের প্রথমার্ধে নানা ধরনের খনিজের নতুন ৩৮টি মজুতের সন্ধান পেয়েছে। দেশটির প্রাকৃতিক সম্পদ মন্ত্রণালয় জানিয়েছে, এ সংখ্যা গত বছরের তুলনায় ৩১ শতাংশ বেশি। নতুন আবিষ্কৃত খনিজের খনির মধ্যে ২৫টি বড় ও মাঝারি আকারের।

মন্ত্রণালয়ের তথ্যমতে, উত্তর-পূর্ব চীনের হেইলংচিয়াং প্রদেশে প্রথমবারের মতো একটি সুবৃহৎ ইউরেনিয়াম মজুত আবিষ্কৃত হয়েছে। এছাড়া হ্যবেই প্রদেশের শিংলং কাউন্টিতে ৩৩ লাখ ৭০ হাজার টন রুবিডিয়ামের মজুত পাওয়া গেছে।

একই প্রদেশের লংহুয়া কাউন্টিতে নতুন করে ২৭ হাজার টন কোবাল্ট পাওয়া গেছে। কুইচৌ প্রদেশের সোংথাও কাউন্টিতে ২ কোটি ২৮ লাখ টন ম্যাঙ্গানিজ এবং সিনচিয়াংয়ের তেকেস কাউন্টিতে নতুন করে ৮১ টন সোনা পাওয়া গেছে।

চীনে খনিজ অনুসন্ধানে বিনিয়োগও বেড়েছে। এ খাতের অনুসন্ধানে ৭ বিলিয়ন ইউয়ান বিনিয়োগ হয়েছে, যা গত বছরের চেয়ে ২৩.৯ শতাংশ বেশি।

চীন ইতোমধ্যে ১৪তম পঞ্চবার্ষিক পরিকল্পনার (২০২১-২০২৫) অধীনে বেশিরভাগ খনিজ অনুসন্ধান নির্ধারিত সময়ের আগেই পূরণ করেছে।

সূত্র: সিএমজি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *