Monday, July 14
Shadow

খন্দকার শাকের আহাম্মেদ জামালপুর জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত।

মোয়াজ্জেম হোসেন হিলারী, বকশীগঞ্জ প্রতিনিধিঃ জামালপু‌র জেলার বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খন্দকার শাকের আহম্মেদ জেলার মধ্যে শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হয়েছেন।

০৯ জুলাই (বুধবার) দুপুরে জামালপুর জেলার মাসিক অপরাধ পর্যালোচনা সভায় বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খন্দকার শাকের আহম্মেদকে শ্রেষ্ঠ ওসি নির্বাচিত করেন।

জামালপুর জেলা পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম (পিপিএম সেবা) এর হাত থেকে ওসি খন্দকার শাকের আহম্মেদ সম্মাননা স্মারক ও সনদ গ্রহণ করেন।

মূলত মাসিক অপরাধ পর্যালোচনা সভায় সার্বিক আইন-শৃঙ্খলা, আভিযানিক সাফল্য, জন-গ্রহণযোগ্যতা এবং অভিন্ন মানদন্ডের উপর ভিত্তি করে জেলার মধ্যে সামগ্রিক কর্ম মূল্যায়নের ভিত্তিতে জেলার থানাগুলোর মধ্য থেকে শ্রেষ্ঠ ওসি হিসেবে পুরস্কার লাভ করেন তিনি।

এর আগেও বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খন্দকার শাকের আহম্মেদ
ময়মনসিংহ রেঞ্জ পুলিশের শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হয়েছিলেন।

জামালপুর জেলার মধ্যে শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হওয়ায় বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খন্দকার শাকের আহমেদ জানান, পুরস্কার সব সময় ভালো কাজের উৎসাহ যোগায়। এ সময় তিনি সকল অফিসার ও ফোর্স যাদের অক্লান্ত পরিশ্রমে এই অর্জন তাদের সকলকে  ধন্যবাদ জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *