Monday, July 14
Shadow

ঝিনাইগাতীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অটোচালকের মৃত্যু

আনিছ আহমেদ(শেরপুর)প্রতিনিধিঃ শেরপুরের ঝিনাইগাতীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. শাহজাহান (৩৫) নামে একজনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহত শাহজাহান উপজেলার বনগাঁও পূর্বপাড়া এলাকার আব্দুল মালেকের ছেলে।

বুধবার(৯ জুলাই) সকাল বেলায় নিজ বাড়িতে ব্যাটারি চালিত অটোরিকশায় চার্জ দেওয়ার সময় অসাবধানতাবশত বিদ্যুতের তারে স্পৃষ্ট হন তিনি। এ সময় তার স্ত্রী আলিয়া বেগম ঘটনাটি প্রত্যক্ষ করে চিৎকার দিলে আশপাশের লোকজন ছুটে এসে তাকে উদ্ধার করে দ্রুত ঝিনাইগাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।কর্মরত চিকিৎসক শাহজাহানকে মৃত ঘোষণা করেন।

ঘটনার খবর পেয়ে ঝিনাইগাতী থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে উপস্থিত হয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করে।

এ ঘটনায় পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *