Friday, July 11
Shadow

নকলায় বাস-সিএন‌জি সংঘ‌র্ষে শিশুর মৃত্যু, আহত ৫

হারুনুর রশিদ, শেরপুর : শেরপু‌রের নকলায় বাস-সিএন‌জি সংঘ‌র্ষে এক শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় সিএন‌জিতে থাকা শিশুটির বাবা-মা, চালকসহ আরো দুই যাত্রী গুরুতর আহত হয়েছেন। সোমবার দুপুর ১টায় নকলা উপজেলার পাইস্কা বাইপাস নামক স্থা‌নে এ দুর্ঘটনা ঘ‌টে। পরে আহত‌দের দ্রæত উদ্ধার ক‌রে ময়মন‌সিংহ মে‌ডি‌কেল ক‌লেজ হাসপাতা‌লে পাঠা‌নো হ‌য়ে‌ছে। নিহত শিশু‌টির নাম শুভ্র জিৎ দত্ত (৯)। সে ফুলপুর উপ‌জেলার সাহাপাড়া গ্রা‌মের প্রসেন‌জিৎ দত্ত ও তন্দ্রা দ‌ত্তের সন্তান। পু‌লিশ ও এলাকাবা‌সী সূত্রে জানা গে‌ছে, আজ দুপুরে ময়মন‌সিংহের ফুলপুর ‌থে‌কে একটি সিএন‌জি যাত্রী নি‌য়ে নকলা উপ‌জেলা শহরের উদ্দেশে রওনা হয়। দুপুর ১ টায় সিএনজিটি নকলার পাইস্কা বাইপাস মো‌ড়ে পৌছালে শেরপুর থে‌কে ছে‌ড়ে আসা যাত্রীবাহী বা‌সের স‌াথে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থ‌লে মা‌য়ের কো‌লে থাকা শিশু‌ শুভ্রের মৃত‌্যু হয়। এসময় শিশু‌টির বাবা-মা, চালকসহ সিএনজির আরো দুই যাত্রী গুরুতর আহত হয়। পরে স্থানীয় এলাকাবা‌সী আহত‌দের দ্রæত উদ্ধার ক‌রে নকলা উপ‌জেলা স্বাস্থ‌্য কম‌প্লে‌ক্সে নি‌য়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের উন্নত চি‌কিৎসার জন‌্য ময়মন‌সিংহ মে‌ডি‌কেল ক‌লেজ হাসপাতা‌লে প্রেরণ করে। এ বিষয়ে নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হা‌বিবুর রহমান ব‌লেন, ‘সিএনজি চালকসহ পাঁচজন‌ গুরুতর আহতদের ময়মন‌সিংহ মে‌ডি‌কেল ক‌লেজ হাসপাতা‌লে পাঠা‌নো হ‌য়ে‌ছে। বাস চালক পা‌লি‌য়ে গে‌ছে। বাসটি জব্দ ক‌রে থানায় নি‌য়ে আসা হ‌য়ে‌ছে। এ ব‌্যাপা‌রে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চল‌ছে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *