
নকলায় বাস-সিএনজি সংঘর্ষে শিশুর মৃত্যু, আহত ৫
হারুনুর রশিদ, শেরপুর : শেরপুরের নকলায় বাস-সিএনজি সংঘর্ষে এক শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় সিএনজিতে থাকা শিশুটির বাবা-মা, চালকসহ আরো দুই যাত্রী গুরুতর আহত হয়েছেন। সোমবার দুপুর ১টায় নকলা উপজেলার পাইস্কা বাইপাস নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। পরে আহতদের দ্রæত উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। নিহত শিশুটির নাম শুভ্র জিৎ দত্ত (৯)। সে ফুলপুর উপজেলার সাহাপাড়া গ্রামের প্রসেনজিৎ দত্ত ও তন্দ্রা দত্তের সন্তান। পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, আজ দুপুরে ময়মনসিংহের ফুলপুর থেকে একটি সিএনজি যাত্রী নিয়ে নকলা উপজেলা শহরের উদ্দেশে রওনা হয়। দুপুর ১ টায় সিএনজিটি নকলার পাইস্কা বাইপাস মোড়ে পৌছালে শেরপুর থেকে ছেড়ে আসা যাত্রীবাহী বাসের সাথে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে মায়ের কোলে থাকা শিশু শুভ্রের মৃত্যু হয়। এসময় শিশুটির বাবা-মা, চালকসহ সি...