Sunday, July 13
Shadow

পাঁচ মাসে চীনের নৌপথে মাল পরিবহন ২০০ কোটি টন ছাড়াল

চীনের অভ্যন্তরীণ নৌপথে চলতি বছরের প্রথম পাঁচ মাসে মাল পরিবহনের পরিমাণ ২০০ কোটি টন ছাড়িয়ে গেছে, যা আগের বছরের একই সময়ের তুলনায় প্রায় ৪ শতাংশ বেশি। দেশটির পরিবহন মন্ত্রণালয়ের সর্বশেষ তথ্যে এ খবর জানা গেছে।

চীনের দীর্ঘতম জলপথ ইয়াংজি নদীর মূলধারার চিংচিয়াং অংশে এখন চ্যানেল উন্নয়ন প্রকল্পের আওতায় পানির নিচে খননকাজ চলছে।

প্রকল্পের কর্মকর্তারা জানন, এটি সম্পন্ন হলে শুকনো মৌসুমে চিংচিয়াং অংশে নাব্যতা ৩.৫-৩.৮ মিটার থেকে বাড়িয়ে ৪.৫ মিটারে উন্নীত হবে। এতে জাহাজের বহনক্ষমতা ৩,০০০ টন থেকে বেড়ে ৫,০০০ টন হবে।

তিনি আরও বলেন, প্রতি ০.১ মিটার নাব্যতা বাড়লে একটি ৫,০০০ টনের কার্গো জাহাজ অতিরিক্ত প্রায় ১৫০ টন পণ্য বহন করতে পারবে। এতে মুনাফা বাড়বে ১২ শতাংশ পর্যন্ত।

উল্লেখ্য, চীন চলতি বছরের মধ্যেই ৯০০ কিলোমিটার নতুন ও উন্নীত নৌপথ চালু করার লক্ষ্য নিয়েছে।

সূত্র: সিএমজি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *