Thursday, July 17
Shadow

দিনাজপুরের বীরগঞ্জে বিআরটিসি বাস নিয়ন্ত্রণ হারিয়ে নিহত ১ ও আহত ২০ জন

মাসুদুর রহমান, দিনাজপুর : ঢাকা টু পঞ্চগড় মহাসড়কের দিনাজপুরের বীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে বিআরটিসি বাস নিয়ন্ত্রণ হারিয়ে নিহত ১ ও আহত ২০ জন।রবিবার (০৬ জুলাই) বিকাল সাড়ে ৩টার দিকে বীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সংলগ্ন চাকাই এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পরে স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিসের সহায়তায় নিহত ও আহতদের উদ্ধার করে বীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।স্থানীয়রা জানান, সাড়ে ৩টার দিকে (ঢাকা মেট্রো ব ১১-২২০৪) নম্বরের একটি বিআরটিসি বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারে খাদে পড়ে এমন মর্মান্তিক ঘটনা ঘটে।নিহতের পরিচয় হলো রংপুর সদরের সাতগড়া এলাকার জানকি মহন্তের ছেলে শ্রী সুকুমার মহন্ত(৪৭)।বিষয়টি নিশ্চিত করেছেন বীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল গফুর।তিনি জানান, পঞ্চগড় থেকে রংপুর যাওয়ার পথে বিআরটিসি নিয়ন্ত্রণ হারিয়ে একজনের মৃত্যু হয়েছে। এই দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিচয় শনাক্তে আমরা কাজ করছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *