Tuesday, July 1
Shadow

গণতন্ত্রের সুরক্ষায় সরকারের দায়িত্ব সর্বোচ্চ হওয়া উচিত : আব্দুল কাইয়ুম চৌধুরী

মাহবুব আলম, সহ‑দপ্তর সম্পাদক, সিলেট জেলা বিএনপি : সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, “জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে দেশে শান্তি ও শৃঙ্খলা বজায় রাখা সরকারের নৈতিক ও সাংবিধানিক দায়িত্ব। জনগণের প্রত্যাশা অনুযায়ী এ দায়িত্ব পালনে ব্যর্থতা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। গণতন্ত্রের সুরক্ষায় সরকারের দায়িত্ব সর্বোচ্চ হওয়া উচিত “।

তিনি বলেন, “বিএনপি প্রতিষ্ঠার পর থেকেই সত্যনিষ্ঠ, জনমুখী ও দায়িত্বশীল রাজনীতিতে বিশ্বাসী। সেই ধারাবাহিকতায় তারেক রহমান আজ জনগণের আস্থা ও আশার প্রতীক হিসেবে প্রতিষ্ঠিত।”

রবিবার (২৯ জুন) দুপুর ২টায় মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার জয়চন্ডী ইউনিয়ন পরিষদ সংলগ্ন মাঠে ইউনিয়ন বিএনপির সম্মেলন ও কাউন্সিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, “দেশ আজ একটি মোড়বদলের সন্ধিক্ষণে দাঁড়িয়ে। জনগণের চাওয়াই এখন একটি দায়বদ্ধ সরকার—যে সরকার কেবলমাত্র জনগণের কাছে জবাবদিহিমূলক হবে এবং জাতীয় অগ্রগতির গতিপথ সুদৃঢ় করবে।”

তিনি আরও বলেন, “বিএনপি শান্তি, স্থিতিশীলতা ও কার্যকর গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠায় অঙ্গীকারবদ্ধ। বর্তমানে একটি ঐতিহাসিক সুযোগ সৃষ্টি হয়েছে। যদি জনগণ সচেতনভাবে ভোটাধিকার প্রয়োগ করে, তাহলে গণতন্ত্রের ভিত্তি আরও সুদৃঢ় হবে।”

বিএনপির ৩১ দফা কর্মসূচি সম্পর্কে তিনি বলেন, “এ কর্মসূচি জনগণের জীবনমান উন্নয়নের রূপরেখা। তা ঘরে ঘরে পৌঁছে দিতে হবে। মানুষের সুখ-দুঃখে পাশে দাঁড়িয়ে, তাদের অধিকার ও ন্যায়ের পক্ষে নির্ভীক কণ্ঠস্বর হতে হবে।”

দলীয় নেতৃত্ব প্রসঙ্গে তিনি বলেন, “যারা দলের দুঃসময়ে রাজপথে সাহসিকতার সঙ্গে লড়েছেন, নির্যাতন-নিপীড়ন সহ্য করেছেন, তাদের মধ্য থেকেই সততা, ত্যাগ ও পরীক্ষিত নেতৃত্বকে তুলে ধরতে হবে।”

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মৌলভীবাজার জেলা বিএনপির সাবেক সহসভাপতি এড. আবেদ রাজা, সাবেক সহ-সভাপতি শওকতুল ইসলাম শকু এবং কুলাউড়া উপজেলা বিএনপির আহ্বায়ক রেদওয়ান খান।

সম্মেলনের সভাপতিত্ব করেন জয়চন্ডী ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আব্দুল গফ্ফার চৌধুরী।

অনুষ্ঠানটি যৌথভাবে সঞ্চালনা করেন ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক আজিজুল হক বাবুল ও লুৎফুর রহমান মেহের।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন কুলাউড়া উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক বদরুল হোসেন খান, আব্দুল জলিল জামাল, কমর উদ্দিন আহমদ কমরু এবং সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য সচিব মইনুল হক বকুল। 

সম্মেলনের শুরুতে জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে জাতীয় পতাকা এবং দলীয় সংগীতের মাধ্যমে দলীয় পতাকা উত্তোলন করে আনুষ্ঠানিকভাবে অনুষ্ঠানের উদ্বোধন করেন প্রধান অতিথি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *