Tuesday, July 1
Shadow

ইয়াংজি নদীর অববাহিকায় বৈদেশিক বাণিজ্যে মাইলফলক

এদিকে, চীনের ইয়াংজি নদীর অববাহিকা অঞ্চলের মোট বৈদেশিক বাণিজ্য সাত বছরে ১০১.২ ট্রিলিয়ন ইউয়ানের মাইলফলক ছুঁয়েছে। ২০১৮ সালে এই অঞ্চলের সমন্বিত উন্নয়নকে জাতীয় কৌশল ঘোষণা করার পরই মিলল এমন সফলতা।

চলতি বছরের প্রথম পাঁচ মাসেই এ অঞ্চলের আমদানি-রপ্তানি হয়েছে ৬.৭৩ ট্রিলিয়ন ইউয়ান, যা গত বছরের তুলনায় ৫.২ শতাংশ বেশি। রপ্তানির ৬০ শতাংশ ছিল যন্ত্রপাতি ও ইলেকট্রনিক পণ্য। ইন্টিগ্রেটেড সার্কিট, গাড়ি ও শিল্প রোবট রপ্তানিতেও বড় প্রবৃদ্ধি দেখা গেছে।

এ অঞ্চলে ২৬টি জাতীয় স্তরের উৎপাদন ক্লাস্টার গড়ে উঠেছে। আসিয়ান, ইউরোপীয় ইউনিয়ন ও বেল্ট অ্যান্ড রোড দেশগুলোর সঙ্গে বাণিজ্যও বেড়েছে উল্লেখযোগ্য হারে।

সূত্র: সিএমজি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *