Tuesday, July 1
Shadow

প্রথম পাঁচ মাসে চীনের এসএমই খাতের সংযোজিত মূল্যে ৮ শতাংশ প্রবৃদ্ধি

চলতি বছরের প্রথম পাঁচ মাসে (জানুয়ারি-মে) চীনের নির্ধারিত আকারের ঊর্ধ্বে থাকা ক্ষুদ্র ও মাঝারি শিল্পপ্রতিষ্ঠানগুলোর (এসএমই) সংযোজিত মূল্য ৮ শতাংশ বৃদ্ধি পেয়েছে। দেশটির শিল্প ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় সম্প্রতি এই তথ্য জানিয়েছে।

মন্ত্রণালয়ের দেওয়া তথ্য অনুযায়ী, জানুয়ারি থেকে মে মাস পর্যন্ত চীনের এসএমই খাতের সামগ্রিক অর্থনৈতিক কর্মক্ষমতা ছিল স্থিতিশীল ও ইতিবাচক। দেশটির ৩১টি প্রধান উৎপাদন খাতের মধ্যে ২৮টি খাতেই বছরওয়ারি প্রবৃদ্ধি রেকর্ড করা হয়েছে।

বার্ষিক আয় ২০ মিলিয়ন ইউয়ানের বেশি থাকা এসব শিল্পপ্রতিষ্ঠানের সম্মিলিত আয় এই সময়ের মধ্যে উল্লেখযোগ্যভাবে বেড়েছে। জানুয়ারি থেকে মে মাস পর্যন্ত তাদের মোট আয় ৩২.৬ ট্রিলিয়ন ইউয়ানে পৌঁছেছে।

বিশেষ করে, কম্পিউটার, যোগাযোগ, ইলেকট্রনিক যন্ত্রপাতি এবং বৈদ্যুতিক যন্ত্রাংশ খাতে মুনাফার উল্লেখযোগ্য প্রবৃদ্ধি লক্ষ্য করা গেছে।

সূত্র: সিএমজি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *