
চীনের উত্তর-পশ্চিমাঞ্চলের সিনচিয়াং উইগুর স্বায়ত্তশাসিত অঞ্চল থেকে আফ্রিকার ইথিওপিয়ার উদ্দেশ্যে প্রথম সরাসরি আকাশপথে কার্গো পরিবহন সেবা চালু হয়েছে।
শুক্রবার ভোরে ইথিওপিয়ার রাজধানী আদ্দিস আবাবা থেকে একটি বোয়িং ৭৭৭ ফ্রেইটার বিমান এসে পৌঁছায় উরুমছি থিয়ানশান আন্তর্জাতিক বিমানবন্দরে। এরপর বিমানটি দক্ষিণ চীনের কুয়াংচৌ শহর থেকে আনা প্রায় ১০৫ টন পণ্য নিয়ে রওনা দেয় আদ্দিস আবাবার উদ্দেশ্যে।
ইথিওপিয়ান এয়ারলাইন্স পরিচালিত নতুন রুটটি সপ্তাহে দুটি রাউন্ড ফ্লাইট পরিচালনা করবে। এর ফলে সিনচিয়াংয়ের রপ্তানিকারকরা আফ্রিকা এবং বৈশ্বিক লজিস্টিক নেটওয়ার্কের সঙ্গে আরও কার্যকরভাবে সংযুক্ত হতে পারবেন। পাশাপাশি ইথিওপিয়ার গরু ও ভেড়ার মাংস, কফি এবং উদ্যানজাত পণ্য সরাসরি চীনা বাজারে পৌঁছাবে।
বর্তমানে উরুমছি স্থলবন্দর থেকে ১৮টি দেশ ও অঞ্চলে মোট ২৮টি আন্তর্জাতিক কার্গো ফ্লাইট চালু রয়েছে।
সূত্র: সিএমজি