Tuesday, July 1
Shadow

অদেখা রূপসীর খোঁজে 

আসাদুজ্জামান খান মুকুল

ভালোবেসে প্রিয়া বিষাদ অনলে

পুড়েছে আমার হিয়া!

আসিয়া হাসিয়া প্রেমো-নন্দিনী

খেলেছো হৃদয় নিয়া!

তোমারি প্রেমেতে উম্মাদ সেজে 

হয়েছি মার্গো ভোলা,

রেখেছি আমার তোমারি স্মরণে

সকল দুয়ার খোলা !

অদেখা রূপসী খুঁজিয়া চলেছি

মেলেনি আজও দেখা,

বিরহ সাগরে চলেছি ভাসিয়া

সঙ্গীনি হীন একা!

উথাল প্রেমের জোয়ারে আমার 

তরীখানি ভেসে চলে,

শ্রাবণের ধারা তারি সাথে ঝরে 

তুমি যে আসোনি বলে।

স্বপ্নের ঘোরে ওগো সু-হাসিনী !

কাছে এসে বসো তুমি,

আবেগের বশে প্রেমের যশেতে

যাই গো তোমাকে চুমি!

সহসা জাগিয়া পাইনি তোমাকে 

বেজে উঠে ক্ষ্যাপা সুর!

সইতে না পারি মরম বেদনা 

আছো তুমি কতো দূর?

গ্রাম- সাভার 

পোস্ট – হেমগঞ্জ বাজার 

উপজেলা – নান্দাইল

জেলা – ময়মনসিংহ 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *