আব্দুস সাত্তার সুমন
স্মৃতির পাতায় মনের খাতায় ও মা তুমি আছো,
বসুন্ধরা ছেড়ে গেলেও আমার মাঝে বাঁচো।
তোমার কথা শুনলে ও মা বুক ভেসে যায় জলে,
ধর্মগামী সাহিত্য প্রেমী তোমার কথাই বলে।
তোমার স্মৃতি যায় না ভোলা অন্তরেতে পুষি,
জান্নাতেরই মনিকোঠায় থেকো ভীষণ খুশি।
যুগে যুগে রবে ও মা জনম জনম ধরে,
পাতাল থেকে স্বর্গ অবধ থাকবে সবার তরে।
তোমার সন্তান হতে পেরে গর্ববোধ করি,
তোমার দেওয়া শিক্ষাগুলো আদেশ মত গড়ি।
ঢাকা ক্যান্টনমেন্ট বাংলাদেশ