
চলতি ২০২৫-২৬ শিক্ষাবর্ষেও বিদেশি শিক্ষার্থীদের জন্য সম্পূর্ণ বিনামূল্যে উচ্চশিক্ষার সুযোগ দিচ্ছে চীন সরকার। দেশটির শিক্ষা মন্ত্রণালয়সহ বিভিন্ন সরকারি, বেসরকারি ও প্রাদেশিক সংস্থা এবং স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানগুলো মেধাবী শিক্ষার্থীদের জন্য স্কলারশিপের ব্যবস্থা করেছে।
এ স্কলারশিপগুলোতে টিউশন ফি মওকুফ, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আবাসন, চিকিৎসা সেবা ও মাসিক ভাতার সুবিধা রয়েছে। ফলে বাংলাদেশের শিক্ষার্থীদের জন্য এটি এক বিশাল সম্ভাবনার দরজা খুলে দিয়েছে।
চলুন জেনে নিই চীনের সবচেয়ে জনপ্রিয় ১০টি স্কলারশিপ সম্পর্কে:
১. সিএসসি স্কলারশিপ (CSC Scholarship)
পূর্ণরূপ: Chinese Scholarship Council
এই স্কলারশিপের আওতায় শিক্ষার্থীরা চীনের ২৮০টিরও বেশি বিশ্ববিদ্যালয়ে স্নাতক, মাস্টার্স ও পিএইচডি করতে পারেন।
সুবিধা: আবাসন, স্বাস্থ্য বীমা, এবং মাসিক সর্বোচ্চ ৩,৫০০ ইউয়ান (প্রায় ৫৮,৬০০ টাকা)।
যারা ইতোমধ্যে চীনের অন্য কোনো স্কলারশিপে অধ্যয়নরত, তারা আবেদন করতে পারবেন না।
আবেদন লিংক: (https://studyinchina.csc.edu.cn/?S8cMF5lUCwGD=1742626962725#/register) CSC পোর্টাল
২. তিয়াঞ্জিন গভর্নমেন্ট স্কলারশিপ
এই স্কলারশিপ মূলত নান্কাই বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া বিদেশি শিক্ষার্থীদের জন্য।
মাসিক সর্বোচ্চ সহায়তা ২,০০০ ইউয়ান (প্রায় ৩৩,৫০০ টাকা)।
আবেদন: প্রতি বছর মে মাসের মধ্যে
আবেদন লিংক: (https://tju.at0086.cn/StuApplication/Login.aspx) TJU পোর্টাল
৩. সাংহাই গভর্নমেন্ট স্কলারশিপ
পিএইচডি, মাস্টার্স ও স্নাতক পর্যায়ের জন্য প্রদান করা হয়।
টাইপ এ – সম্পূর্ণ ফান্ডিং (আবাসন, ভর্তি ফি, চিকিৎসা, ভাতা), টাইপ বি – আংশিক ফান্ডিং।
আবেদন লিংক: (https://www.study-shanghai.cn/c.asp?action=AS_SS_Entry) Study in Shanghai
৪. বেইজিং গভর্নমেন্ট স্কলারশিপ
চীনের প্রথম প্রাদেশিক সরকারি স্কলারশিপ কর্মসূচি।
সর্বোচ্চ সহায়তা: ৪০,০০০ ইউয়ান (প্রায় ৬.৭ লাখ টাকা)।
আবেদন সময়: ফেব্রুয়ারি–জুন
তালিকা ও বিস্তারিত: (https://english.beijing.gov.cn/studyinginbeijing/choices) Beijing Study Portal
৫. হুবেই গভর্নমেন্ট স্কলারশিপ
স্নাতক থেকে পিএইচডি পর্যায় পর্যন্ত প্রযোজ্য।
স্নাতকে বছরে ১০,০০০, মাস্টার্সে ১৫,০০০ ও পিএইচডিতে ২০,০০০ ইউয়ান।
আবেদন সময়: ফেব্রুয়ারি–জুন
আবেদন লিংক: সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট
৬. সিআইএস স্কলারশিপ (Confucius Institute Scholarship)
বিশ্বব্যাপী ১৫০টির বেশি বিশ্ববিদ্যালয়ে প্রযোজ্য।
চীনা ভাষা, সংস্কৃতি কোর্সসহ মাস্টার্স পর্যায়ে স্কলারশিপ।
মাসিক ভাতা: স্নাতকে ২,৫০০ ও মাস্টার্সে ৩,০০০ ইউয়ান।
আবেদন: মে ও নভেম্বর
আবেদন লিংক: (http://www.chinese.cn/page/#/pcpage/project_detail) Chinese.cn
৭. ইউনান প্রোভিন্সিয়াল গভর্নমেন্ট স্কলারশিপ
‘বেল্ট অ্যান্ড রোড’ প্রকল্পের অংশ হিসেবে দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার শিক্ষার্থীদের জন্য।
ফুল ফান্ডিংসহ টিউশন, আবাসন ও চিকিৎসা সুবিধা।
আবেদন সময়: এপ্রিল
আবেদন লিংক: (http://ynnu.at0086.cn/student) Yunnan Normal University
৮. জিঞ্জিয়াং উইঘুর অটোনমাস রিজিয়ন স্কলারশিপ
চীনের স্বায়ত্তশাসিত এই অঞ্চলের শিক্ষার্থীদের জন্য।
ব্যাচেলর থেকে পিএইচডি, চীনা ভাষা কোর্সসহ।
আবেদন: এপ্রিল
আবেদন লিংক: (http://studyinchina.csc.edu.cn/#/register) CSC Register,
জিঞ্জিয়াং বিশ্ববিদ্যালয়
৯. নাঞ্জিং গভর্নমেন্ট স্কলারশিপ
শুধুমাত্র Nanjing University of Information Science and Technology-এ প্রযোজ্য।
স্নাতকে ১৫,০০০ ইউয়ান, মাস্টার্সে ২০,০০০ ইউয়ান পর্যন্ত সহায়তা।
আবেদন: এপ্রিলের মাঝামাঝি
আবেদন লিংক: (https://nuist.17gz.org/member/login.do) NUIST পোর্টাল
১০. ইয়াংঝৌ ইউনিভার্সিটি স্কলারশিপ
এটি একটি প্রাতিষ্ঠানিক উদ্যোগ।
স্নাতকে আবাসন ও টিউশন ফি, মাস্টার্সে মাসিক ১,৫০০ ও পিএইচডিতে ২,৫০০ ইউয়ান পর্যন্ত ভাতা।
আবেদন সময়: জানুয়ারি–মে
আবেদন লিংক: Yangzhou University
চীনের এ ১০টি স্কলারশিপ কর্মসূচি ব্যাচেলর থেকে পিএইচডি পর্যন্ত শিক্ষার্থীদের জন্য আন্তর্জাতিক মানের শিক্ষা গ্রহণের পথ উন্মুক্ত করেছে। এর মধ্যে CSC ও CIS স্কলারশিপ সরাসরি সরকারি প্রকল্প, আর বাকিগুলো প্রাদেশিক বা বিশ্ববিদ্যালয় পর্যায়ে পরিচালিত হয়।