Thursday, May 29
Shadow

চীনে শেষ হলো ড্রোন কংগ্রেস, ২০ বিলিয়ন ইউয়ানের চুক্তি

দক্ষিণ চীনের কুয়াংতং প্রদেশের শেনচেনে রোববার শেষ হয়েছে তিন দিনব্যাপী ৯ম বিশ্ব ড্রোন কংগ্রেস, যেখানে প্রদর্শিত হয়েছে ৫,০০০-এর বেশি উন্নত ড্রোন এবং স্বাক্ষর হয়েছে ২০ বিলিয়ন ইউয়ানের বাণিজ্যচুক্তি।
এই কংগ্রেসে ৮২৫টি প্রতিষ্ঠানের অংশগ্রহণে দেখানো হয়েছে ভারী-ক্ষমতার মানববিহীন বিমান, হাইব্রিড ড্রোন-রোবট প্ল্যাটফর্মসহ বিভিন্ন উদ্ভাবন।
শেনচেন, যা ২,০০০ ড্রোন কোম্পানির আবাসস্থল, নিজেকে “ড্রোন ইন্ডাস্ট্রির সিলিকন ভ্যালি” হিসেবে আরও একবার প্রমাণ করেছে।
চীনের ভোক্তা ড্রোন বিশ্ববাজারের ৭৪ শতাংশ এবং শিল্প ড্রোন ৫৫ শতাংশ দখল করে রেখেছে বলেও জানানো হয়েছে।
ড্রোন প্রযুক্তির মাধ্যমে এখন দুর্যোগ মোকাবেলা থেকে শুরু করে শহর ব্যবস্থাপনাও রূপান্তরিত হচ্ছে।

সূত্র: সিএমজি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *