
মোঃ আব্দুস সালাম, চিরিরবন্দর দিনাজপুর : চিরিরবন্দরে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত (৬০) এক ব্যক্তির মৃত্যু হয়েছে। সোমবার (২৬ মে) বিকেলের দিকে চিরিরবন্দর রেলস্টেশনের সন্নিকটে এ ঘটনা ঘটে। তবে মৃত্যু ব্যক্তির কোনো পরিচয় মেলেনি।
দিনাজপুর জিআরপি পুলিশ এসে মরদেহটি উদ্ধার করে।
চিরিরবন্দর রেলস্টেশনের স্টেশন মাস্টার শহিদুল ইসলাম জানান, পঞ্চগড় থেকে ছেড়ে আসা পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে ওই ব্যক্তি মারা গেছেন। এখনও লাশের পরিচয় শনাক্ত করা যায়নি বলে তিনি জানান ।