Thursday, May 29
Shadow

বাউফলে তিনদিন ব্যাপি ভূমি মেলা- ২০২৫ উদ্বোধন 

মোঃ জসীম উদ্দিন, বাউফল পটুয়াখালী : পটুয়াখালী জেলার বাউফলে তিনদিন ব্যাপি ভূমি মেলা-২০২৫ উদ্বোধন ও জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। 

আজ (২৬/০৫/২৫)সোমবার সকাল ১০টার সময় বাউফল উপজেলা ভূমি অফিসের আয়োজনে ও ভূমি মন্ত্রণালয়ের সহযোগিতায় ওই জনসচেতনতামূলক সভার আয়োজন করা হয়।  

এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাউফল উপজেলা নির্বাহী কর্মকর্তা


(ইউএনও) আমিনুল ইসলাম। সভাপতিত্ব করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) প্রতীক কুমার কুন্ডু।

এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা হিসাব রক্ষণ অফিসার মো.কাইয়ুম খান, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো.আতিকুল ইসলাম, বাউফল প্রেসক্লাবের সভাপতি মো.জলিলুর রহমান, সাধারণ সম্পাদক মো.জসিম উদ্দিন, বাউফল টেলিভিশন ও মাইটিভির উপজেলা প্রতিনিধি  মো.অহিদুজ্জামান ডিউক প্রমূখ। 

অনুষ্ঠান শেষে ফিতা কেটে তিনদিনব্যাপী ভূমি মেলার শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার । এ সময় উপজেলা ভূমি অফিস থেকে র‌্যালি বের করে ভূমি চত্বরে এসে শেষ হয়।

এছাড়া শিক্ষার্থীদের ভূমি সম্পর্কে সাধারণজ্ঞান বৃদ্ধি করতে কুইজ প্রতিযোগিতার আয়োজন করেছে উপজেলা ভূমি অফিস। পরে বিজয়ী ১০ জন শিক্ষার্থীর মাঝে পুরস্কার বিতরণ করা হয়। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *