
ওসমান চৌধুরী, চন্দনাইশ : ২৪মে (শনিবার) সকালে গাছবাড়িয়া খাঁন হাটে চন্দনাইশ প্রেস ক্লাবের অস্থায়ী কার্যালয়ে সদস্যদের সর্ব সম্মতি ক্রমে দৈনিক যায়যায়দিন ও দৈনিক সাঙ্গু পত্রিকার কামরুদ্দিন কে সভাপতি, দৈনিক কালবেলা ও বাংলাদেশ টুডের খালেদ রায়হান কে সাধারণ সম্পাদক, দৈনিক মানব জমিন ও দৈনিক সকালের সময় পত্রিকার আমিনুল ইসলাম রুবেল কে সাংগঠনিক সম্পাদক, দৈনিক আমার দেশ ও দৈনিক কর্নফুলি পত্রিকার এম এ মুবিন কে সিনিয়র সহ সভাপতি, দৈনিক বাংলাদেশ সমাচার পত্রিকার আবদুল গফুর রাব্বানী কে সহ সভাপতি, বাংলা টিভির সাইফুল ইসলাম কে যুগ্ম সাধারণ সম্পাদক দৈনিক ভোরের দর্পন পত্রিকার কামরুল ইসলাম মোস্তফা কে সহ সাংগঠনিক সম্পাদক, দৈনিক মুক্ত খবর পত্রিকার শহিদুল ইসলাম কে দপ্তর সম্পাদক, দৈনিক মানব কন্ঠ পত্রিকারস এস এম ওমর ফারুক কে প্রচার ও প্রকাশনাপ্রকাশনা সম্পাদক, দৈনিক জনকাল পত্রিকার আনোয়ার আবির কে তথ্য ও যোগাযোগ সম্পাদক, দৈনিক বাংলাদেশ খবর পত্রিকার হেলাল উদ্দিন নিরব কে সাহিত্য সংস্কৃতি সম্পাদক, দৈনিক শাহ আমানত পত্রিকার জিয়া উদ্দিন কে ক্রীড়া সম্পাদক, নিউজ গার্ডেন ও আজকের কাগজ পত্রিকার ওসমান চৌধুরী কে কার্য নির্বাহির প্রথম সদস্য, দৈনিক নতুন কাগজের রুপম দত্ত কে সদস্য, দৈনিক সময়ের আলো পত্রিকার এনামুল হক নাবিদ কে সদস্য, দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার মোজাম্মেল হক সুজন কে সদস্য, দৈনিক আমাদের বাংলাদেশ পত্রিকার জাহিদুর রহমান চৌধুরী কে সদস্য, ও চট্টগ্রাম নিউজের ইমতিয়াজ ফয়সাল কে সদস্য করে ১৮সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়।
এই সময় সাংবাদিকরা বলেন সাংবাদিক হলো জাতীর বিবেক, সাংবাদিকরা সত্য প্রকাশ করবে এইটাই সাংবাদিকদের কাজ। কিন্তু সত্য প্রকাশ করতে গিয়ে সাংবাদিকরা বিভিন্ন সময় দেখা যায় হামলা মামলার শিকার হয়। তা-ই আমরা যারা মফস্বলে সাংবাদিকতা করি আমাদের যেই কোন বিষয়ে ঐক্য থাকতে হবে।