Sunday, May 25
Shadow

বকশীগঞ্জে তিন দিনব্যাপী ভূমি মেলার উদ্বোধন

মোয়াজ্জেম হোসেন হিলারী, বকশীগঞ্জ : নিয়মিত ভূমি উন্নয়ন কর প্রদান করি, নিজের জমি সুরক্ষিত রাখি’—এই শ্লোগানকে সামনে রেখে জামালপুরে বকশীগঞ্জে তিন দিনব্যাপী ভূমি মেলা শুরু হয়েছে। 

নিয়মিত ভূমি উন্নয়ন কর প্রদান করি, নিজের জমি সুরক্ষিত রাখি’—এই শ্লোগানকে সামনে রেখে জামালপুরে বকশীগঞ্জে তিন দিনব্যাপী ভূমি মেলার আয়োজন করেছে উপজেলা রাজস্ব প্রশাসন।

২৫ মে (রবিবার) সকালে উপজেলা ভূমি অফিস প্রাঙ্গণে এ ভূমি মেলার উদ্বোধন করেন সহকারী কমিশনার (ভূমি) আসমা উল হুসনা। 

স্বচ্ছ, দক্ষ, আধুনিক ও টেকসই ভূমি ব্যবস্থাপনার মাধ্যমে ভূমির সর্বোত্তম ব্যবহার এবং ভূমি সংক্রান্ত জনবান্ধব সেবা নিশ্চিত করতে সারাদেশের ন্যায় বকশীগঞ্জ উপজেলা রাজস্ব প্রশাসন তিন দিনব্যাপী ভূমি মেলা-২০২৫ আয়োজন করে।

উপজেলার সাধারণ নাগরিকদের ভূমি উন্নয়ন কর পরিশোধ, ই-নামজারি, লিজ নবায়ন ফি আদায় সংক্রান্ত কার্যক্রমকে আরো সহজতর করতে এ ভূমি মেলার আয়োজন করা হয়।

এর আগে উপজেলা ভূমি অফিস চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি পৌর শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে।

বর্ণাঢ্য র‌্যালি ও ভূমি মেলায় উপস্থিত ছিলেন উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার নওশেদ আলী, সার্ভেয়ার রেজাউল করিম, ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা মুক্তারুজ্জামান, উপ সহকারী ভূমি কর্মকর্তা  আসাদুজ্জামান, শহিদুল্লাহ, হাফিজুর রহমান, মামুন ও অফিস সহকারী শহীদুল্লাহ প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *