Saturday, May 24
Shadow

সুনামগঞ্জ দিরাইয়ে নারী শান্তি সহায়ক দল গঠন

সাইফ উল্লাহ, সুনামগঞ্জ: সংঘাত নয় শান্তি-সম্প্রীতির বাংলাদেশ গড়ি শ্লোগানকে সামনে রেখে “নারীদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করে সহিংসতা প্রতিরোধ” এর উদ্দেশ্যে শান্তি প্রতিষ্ঠা ও নারীবান্ধব পরিবেশ গঠনে Women Against Violence Everywhere (WAVE) নারী শান্তি সহায়ক দল নামে সুনামগঞ্জের দিরাইয়ে একটি কার্যক্রর প্ল্যাটফর্ম গঠন করা হয়েছে। বৃহস্পতিবার সকালে দিরাই আদর্শ শিশু শিক্ষা নিকেতনে এ সভা অনুষ্ঠিত হয়।

আদর্শ শিশু শিক্ষা নিকেতনের প্রিন্সিপাল ও দিরাই পিএফজির সদস্য সুলতানা রাজিয়ার সভাপতিত্বে ও ইয়থ এম্বাসেডর গ্রুপে সহ সমন্বয়কারী লিপিকা বিশ্বাস এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিরাই প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দিরাই পিএফজির সমন্বয়কারী সামছুল ইসলাম সরদার। বিশেষ অতিথি ছিলেন দিরাই প্রেসক্লাবের আহ্বায়খ কমিটির সদস্য ও দিরাই পিএফজির সদস্য সৈদুর রহমান তালুকদার। শুভেচ্ছা বক্তব্য রাখেন দি হাঙ্গার প্রজেক্ট এমআইপিএস প্রকল্পের কুদরত পাশা। সভায় গ্রুপ গঠনের লক্ষ্য উদ্দেশ্য, গঠনকাঠামো নিয়ে আলোচনা করা হয়।

আলোচনায় অংশ নেন, পিএফজি সদস্য মজিদা খাতুন, লিলি বেগম, হাফসা বেগম, ইয়থ পিস এম্বাসেডর গ্রুপের নাজিয়া সরদার, সুবর্ণ আক্তার ইমা, বাবলী, তাড়ল ইউপি সদস্য রুপিয়া,আদর্শ শিশু শিক্ষা নিকেতন এর পরিচালনা কমিটির সদস্য শাম্মী আক্তার, উদ্যোক্তা অপি রানী সরকার প্রমূখ।

সভায় সর্বসম্মতিক্রমে সুলতানা রাজিয়াকে কে সমন্বয়কারী, হাফসা বেগম কে যুগ্ম সমন্বয়কারী ও লিপিকা বিশ্বাস কে সচিব করে দিরাই নারী শান্তি সহায়ক দল এর কমিটি গঠন করা হয়।##

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *