
সুনামগঞ্জ দিরাইয়ে নারী শান্তি সহায়ক দল গঠন
সাইফ উল্লাহ, সুনামগঞ্জ: সংঘাত নয় শান্তি-সম্প্রীতির বাংলাদেশ গড়ি শ্লোগানকে সামনে রেখে “নারীদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করে সহিংসতা প্রতিরোধ” এর উদ্দেশ্যে শান্তি প্রতিষ্ঠা ও নারীবান্ধব পরিবেশ গঠনে Women Against Violence Everywhere (WAVE) নারী শান্তি সহায়ক দল নামে সুনামগঞ্জের দিরাইয়ে একটি কার্যক্রর প্ল্যাটফর্ম গঠন করা হয়েছে। বৃহস্পতিবার সকালে দিরাই আদর্শ শিশু শিক্ষা নিকেতনে এ সভা অনুষ্ঠিত হয়।
আদর্শ শিশু শিক্ষা নিকেতনের প্রিন্সিপাল ও দিরাই পিএফজির সদস্য সুলতানা রাজিয়ার সভাপতিত্বে ও ইয়থ এম্বাসেডর গ্রুপে সহ সমন্বয়কারী লিপিকা বিশ্বাস এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিরাই প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দিরাই পিএফজির সমন্বয়কারী সামছুল ইসলাম সরদার। বিশেষ অতিথি ছিলেন দিরাই প্রেসক্লাবের আহ্বায়খ কমিটির সদস্য ও দিরাই পিএফজির সদস্য সৈদুর রহমান তালুকদার। শুভেচ্ছা বক্তব্য রাখেন ...