Thursday, May 22
Shadow

যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অভ পোর্টসমাউথের প্রি—ডিপার্চার সেশন অনুষ্ঠিত

ঢাকায় যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অভ পোর্টসমাউথ বাংলাদেশ আঞ্চলিক অফিস (https://www.port.ac.uk/study/international-students/your-country/bangladesh) গত ৬ জানুয়ারি এক প্রি—ডিপার্চার সেশনের আয়োজন করে।

এই অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়টির বাংলাদেশ আঞ্চলিক ব্যবস্থাপক মো. নুরুজ্জামান ২০২৫ সালের জানুয়ারিতে ভর্তির প্রক্রিয়া সম্পর্কে বিভিন্ন তথ্য প্রদান করেন।

শিক্ষার্থীরা প্রকৌশল, লজিস্টিকস অ্যান্ড সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট, ইন্টারন্যাশনাল বিজনেস ম্যানেজমেন্ট, ডিজিটাল মার্কেটিং, এলএলএম আইন, এমবিএ গ্লোবাল, ইনফরমেশন সিস্টেম, এনার্জি অ্যান্ড পাওয়ার সিস্টেমস ম্যানেজমেন্ট, ফিল্ম, টেলিভিশন অ্যান্ড প্রোডাকশন, মাস্টার্স অভ রিসার্চ, বিজনেস কমিউনিকেশন ফর ইন্টারন্যাশনাল লিডারশিপ, এডুকেশনাল লিডারশিপ অ্যান্ড ম্যানেজমেন্ট, ওয়াটার অ্যান্ড এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং, সাইবার সিকিউরিটি অ্যান্ড ফরেনসিক ইনফরমেশন টেকনোলজি, ফাইন্যান্সিয়াল টেকনোলজি, ইঞ্জিনিয়ারিং ম্যানেজমেন্ট, অ্যাডভান্স ম্যানুফ্যাকচারিং, সিভিল অ্যান্ড মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, ডেটা অ্যানালিটিক্স সহ বিভিন্ন শাখায় যোগদান করবেন।

উল্লেখ্য, ইউনিভার্সিটি অভ পোর্টসমাউথ দক্ষিণ—পূর্ব ইংল্যান্ডে অবস্থিত একটি সরকারি বিশ্ববিদ্যালয়। এই বিশ্ববিদ্যালয়ে প্রায় ২৯,০০০ শিক্ষার্থী রয়েছে যাদের মধ্যে ৫,০০০ এরও বেশি আন্তর্জাতিক শিক্ষার্থী। এই আন্তর্জাতিক শিক্ষার্থীদের মধ্যে ২,০০০ এরও বেশি বাংলাদেশী।

সকল বাংলাদেশী শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়টিতে ২,৫০০ পাউন্ডের একটি নিশ্চিত ভাইস—চ্যান্সেলর গ্লোবাল ডেভেলপমেন্ট স্কলারশিপ এবং ৫,০০০ পাউন্ডের চ্যান্সেলর’স গ্লোবাল একাডেমিক মেরিট স্কলারশিপ পাবেন।

এছাড়াও, নির্বাচিত কোর্সগুলির জন্য রয়েছে ৫০% বৃত্তির সুযোগ।

বৃত্তির ব্যাপারে বিস্তারিত জানার জন্য অনুগ্রহ করে ক্লিক করুন (www.port.ac.uk/study/international-students/funding/scholarships)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *