Thursday, May 22
Shadow

কুমিল্লার লাকসাম ও মনোহরগঞ্জে হতদরিদ্র ৩০ নারীকে সেলাই মেশিন প্রদানঃ নাছির উদ্দিন ফাউন্ডেশন

সৈয়দ মুজিবুর রহমান দুলাল, লাকসামঃ কুমিল্লার লাকসাম ও মনোহরগঞ্জে মঙ্গলবার (২০মে)  “নাছির উদ্দিন ফাউন্ডেশন” নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে অসহায় ও হতদরিদ্র নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে।

ওইদিন সকাল ১১টায় লাকসাম জামিয়া ইসলামিয়া জমিরিয়া নাছিরুল উলুম মাদরাসায় অনুষ্ঠানিক ভাবে প্রশিক্ষণপ্রাপ্ত ৩০জন অসহায় নারীকে এই সেলাই মেশিন প্রদান করা হয়।

ফাউন্ডেশনের চেয়ারম্যান মো. নাছির উদ্দিন মজুমদারের সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি লাকসাম উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) কাউছার হামিদ উপকারভোগী ওইসব নারীদের হাতে সেলাই মেশিন তুলে দেন।

এ সময় প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) কাউছার হামিদ বলেন, স্বেচ্ছাসেবী সংগঠন নাছির উদ্দিন ফাউন্ডেশনের পাশাপাশি অন্যান্য সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনসহ এলাকার বিত্তবানরা এমন মানবিক কাজে এগিয়ে আসলে এলাকার হতদরিদ্র, অসহায় ও দুস্থ মানুষগুলো অর্থনৈতিক ভাবে সমৃদ্ধ হবে। তিনি এমন মানবিক কাজে সকলকে আন্তরিকতা ভাবে এগিয়ে আসার আহবান জানান।

ফাউন্ডেশনের মহাসচিব হাফেজ মাওলানা মোহাম্মদ উল্লাহ’র সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান মো. গোলাম ফারুক, মাওলানা মো. ইউসুফ, ব্যবসায়ী লুৎফুর রহমান জুয়েল, অর্থ পরিচালক মাওলানা মো. মাহবুবুর রহমান, নির্বাহী সদস্য ইঞ্জিনিয়ার মাইনুল হক মিঠু, মো. শহিদুল ইসলাম শাহীন প্রমুখ।

এ সময় বক্তারা বলেন, নাছির উদ্দিন ফাউন্ডেশন গত কয়েক বছর ধরে লাকসাম ও মনোহরগঞ্জে হতদরিদ্র ও অসহায় শতাধিক পরিবারের জন্য ঘর নির্মাণ, সেলাই মেশিন বিতরণ, মেধাবী ও অস্বচ্ছল শিক্ষার্থীদের  শিক্ষা ভাতা ও শিক্ষা উপকরণ প্রদান, গত বছর ভায়াবহ বন্যায় খাদ্য সহায়তা ও পবিত্র রমজানে ইফতার সামগ্রী প্রদান এবং মসজিদ, মাদরাসা নির্মাণে আর্থিক সহায়তা প্রদান করে আসছেন।

ফাউন্ডেশনের চেয়ারম্যান মো.নাছির উদ্দিন মজুমদার বলেন, আমরা সবাই মিলেমিশে থাকতে চাই। বিত্তবানরা বিত্তহীনদের পাশে দাঁড়াতে চাই।
তিনি জানান, লাকসাম ও মনোহরগঞ্জে প্রশিক্ষণপ্রাপ্ত ৩০জন
অসহায় নারীকে কর্মমূখী ও স্বাবলম্বী করতে ফাউন্ডেশনের পক্ষ থেকে এমন উদ্যোগ গ্রহণ করা হয়েছে। আগামীতেও এমন মানবিক উদ্যোগ অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *