Wednesday, May 21
Shadow

পাইকগাছায় উপজেলা বিএনপি’র সাংগঠনিক সভা অনুষ্ঠিত

পিসি মন্ডল রিপোর্টার, পাইকগাছা : পাইকগাছায় ইউনিয়ন সার্স কমিটি গঠনের লক্ষ্যে উপজেলা বিএনপি’র সম্মেলন প্রস্তুতি কমিটির জরুরি সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকেলে উপজেলা বিএনপি’র দলীয় কার্যালয়ে উপজেলা সম্মেলন প্রস্তুতিকমিটির আহ্বায়ক ডা. আব্দুল মজিদ এর সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা সম্মেলন প্রস্তুতিকমিটির সদস্য সচিব এসএম ইমদাদুল হকের সঞ্চালনায় সভায় বক্তৃতা করেন, ১নং যুগ্ম আহ্বায়ক তহিদুজ্জামান মুকুল, যুগ্ম আহ্বায়ক আবুল হোসেন ও কাজী সাজ্জাদ হোসেন মানিক, সদস্য এস এম এমদাদুল ইসলাম, শেখ শাহাদাত হোসেন ডাবলু, অ্যাড. আব্দুল সাত্তার, তুষার কান্তি মন্ডল, আবু তালেব, অ্যাড. একরামুল হক ও সরদার ফারুক হোসেন। এসময় বক্তারা, উপজেলা বিএনপি’র সংগঠনকে সুসংগঠিত করতে সকলকে ভেদাভেদ ভুলে একসাথে কাজ করার আহ্বান জানান। দলে বিতর্কিত ব্যক্তিদের বাদ দিয়ে ঐক্যবদ্ধ বিএনপি গঠনে সকল সহাযোগিতা কথা বলেন। এছাড়া ৫ আগস্টে পূর্বে যারা দলের কর্মকাণ্ডে নিষ্ক্রিয় ছিলেন এবং যারা পরোক্ষভাবে আওয়ামী লীগের কর্মকাণ্ডের সাথে সম্পৃক্ত ছিল তার সার্চ কমিটি তবে স্থান বলে সভায় সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত গৃহীত হয় বলে জানিয়েছন দলীয় নেতৃবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *