
সমাজতান্ত্রিক চীনের নতুন যুগে সি চিনপিং-এর চিন্তাধারা নিয়ে অধ্যয়নের ওপর ভিত্তি করে প্রবন্ধের একটি নতুন সংকলন প্রকাশ করেছে সেন্ট্রাল পার্টি লিটারেচার প্রেস।কমিউনিস্ট পার্টি অব চায়না (সিপিসি) কেন্দ্রীয় কমিটির পার্টি ইতিহাস ও সাহিত্য ইনস্টিটিউট এই সংকলনটি প্রণয়ন করেছে, যাতে নভেম্বর ২০২৩ সালের পর প্রকাশিত মোট ২৯টি প্রবন্ধ পাঁচ খণ্ডে অন্তর্ভুক্ত করা হয়েছে।প্রবন্ধগুলো মূলত সিপিসি কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক সি চিনপিং-এর গুরুত্বপূর্ণ বক্তব্য ও মতবাদ নিয়ে গবেষণা ও তার তাত্ত্বিক ব্যাখ্যার ওপর আলোকপাত করে, যা নতুন যুগের জন্য পার্টির উদ্ভাবনী চিন্তাধারাকে সমর্থন করে।এই প্রবন্ধগুলো মূলত সিপিসি কেন্দ্রীয় কমিটির মুখপত্র পিপলস ডেইলি এবং থিয়োরিটিক্যাল জার্নাল ‘ছিউশি’তে (Qiushi) প্রকাশিত হয়েছিল।এর আগে একই বিষয়ে পাঁচ খণ্ডের দুটি সংকলন যথাক্রমে ২০২০ এবং ২০২৩ সালে প্রকাশিত হয়েছিল।
সূত্র: সিএমজি বাংলা