Saturday, May 17
Shadow

চট্টগ্রামে বিএনপির সদস্য নবায়ন কর্মসূচির উদ্বোধনকালে আমীর খসরু মাহমুদ চৌধুরী…..

সদস্য নবায়ন দিয়ে বিএনপির নতুন যাত্রা শুরু…..

ইসমাইল ইমন, চট্টগ্রাম : সদস্য নবায়নের মধ্য দিয়ে বিএনপির নতুন যাত্রা শুরু হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। 

তিনি বলেন, এটাই বিএনপির ভবিষ্যৎ। এটা শুধু বিএনপির সদস্য নবায়ন নয়, বিএনপির নতুন একটা শুরু। এখান থেকে আমাদের নতুন যাত্রা। এ যাত্রা আমাদের সফল করতে হবে। সবাই এগিয়ে আসতে, একসাথে কাজ করতে হবে।

তিনি শনিবার (১৭ই মে) দুপুরে নগরীর কাজীর দেউরী নাসিমন ভবনস্থ দলীয় কার্যালয়ের মাঠে চট্টগ্রাম বিভাগীয় বিএনপির উদ্যোগে বিএনপির সদস্য ফরম বিতরণ ও নবায়ন কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। 

তিনি নিজের সদস্য ফরম পূরণ করে নবায়ন কর্মসূচির উদ্বোধন করেন এবং বিভিন্ন জেলা বিএনপির নেতৃবৃন্দকে সদস্য ফরমের বই বিতরণ করেন। 

বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীমের সভাপতিত্বে ও সহ সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিনের পরিচালনায় এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা গোলাম আকবর খন্দকার, বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানী, বিএনপির কোষাধ্যক্ষ ও সদস্য ফরম নবায়ন কমিটির সদস্য সচিব এম রশিদুজ্জামান মিল্লাত, বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ সাংগঠনিক সম্পাদক ভিপি হারুনুর রশীদ হারুন।

এসময় নেতাকর্মীদের উদ্দেশে আমীর খসরু বলেন, আপনারা হচ্ছেন প্রত্যেকটি এলাকার ‘নোঙর’। মানে যেভাবে নোঙর জাহাজ ধরে রাখে। আপনারা বিএনপির জাহাজটাকে ধরে রাখবেন। তাই আপনাদেরকে কাজটা সঠিকভাবে করতে হবে। এটার ওপর নির্ভর করছে আগামীদিনে বিএনপির রাজনীতি, এগিয়ে যাওয়া, নির্বাচন, বাংলাদেশ গড়ার। অনেক বড় দায়িত্ব কিন্তু। সকলে কষ্ট করে এ দায়িত্বটা যথাযথভাবে পালন করবেন।

তিনি বলেন, গত ১০-১৫ বছর ধরে বিএনপির সাংগঠনিক কার্যক্রম সঠিকভাবে পালন করতে পারেনি। কারো বাড়িতেও যদি একটা অনুষ্ঠান বা আলোচনা হচ্ছে, সেখানেও গোয়েন্দা বিভাগের লোকজন উপস্থিত হতো। আর বাইরে সাংগঠনিক কার্যক্রম অসম্ভব বললে ভুল হবে। সেটা আমরা সবাই জানি। কারণ দীর্ঘ ১৫ বছর বিএনপির মতো এত বড় একটা বিশাল দল, যারা রাজনৈতিক সাংগঠনিক কার্যক্রম চালাতে বাধাগ্রস্ত হয়েছে, সঠিকভাবে দলের যে কাজগুলো করার কথা ছিল সেগুলো আমরা করতে পারিনি। 

এখন অনেক বড় সুযোগ এসেছে মন্তব্য করে আমীর খসরু বলেন, আজ আমাদের জন্য অনেক বড় সুযোগ এসেছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বৃহত্তম দল, এটাকে সাংগঠনিক রাজনৈতিকভাবে শক্তিশালীর দিকে নিয়ে যেতে হবে। দল তো শক্তিশালী আছে, শেখ হাসিনাকে বিতাড়িত করেছে, সব ঠিক আছে। কিন্তু আমাদের সাংগঠনিক যে শক্তি স্পিরিট বা ভিত্তি, সেটা এখন আমাদের করতে হবে। এর জন্যই আজ এ উদ্যোগ। আমরা তো চাইলে মোবাইলেও করতে পারতাম।

তিনি আরও বলেন, যারা গতবার মেম্বারশিপের জন্য বই নিয়ে গেছেন, তারা ওই বই নিয়ে বের হতে পারেননি। কারণ, তাদের কাজ করতে দেওয়া হয়নি। কিন্তু আজ প্রেক্ষাপট ভিন্ন। আজ যে প্রেক্ষাপট, বাংলাদেশে বিএনপির নেতাকর্মীরা তাদের দলীয় সাংগঠনিক কাজ করতে সক্ষম। এ নতুন মেম্বারশিপের যে কার্যক্রম সেটাকে পরিপূর্ণভাবে পালন করতে হবে। 

সদস্য করার সময় দিক নির্দেশনাগুলো খেয়াল রাখার কথা জানিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য বলেন, সদস্য করার সময় আমাদের খেয়াল রাখতে হবে। সামাজিকভাবে অগ্রহণযোগ্য, চাঁদাবাজ, সন্ত্রাসী ও দুর্নীতিবাজ ব্যক্তিকে দলে নেওয়া যাবে না। যাদের কারণে আমাদের ভোট কমে যাবে। আবার আওয়ামী লীগের কাউকে দলে নেওয়া যাবে না। যারা আমাদের সাথে হাঁটলে ভোট কমে যাবে, এ লোক, ব্যক্তিদের দূরে রাখবেন। 

তিনি বলেন, এ মেম্বারশিপ করতে গিয়ে আমরা চেষ্টা করবো বৃহত্তর অংশকে আমাদের মেম্বারশিপের আওতায় নিয়ে আসার জন্য। কারণ এটা দেশের বৃহত্তর দল, তাই দেশের বৃহত্তর অংশ যাতে বিএনপির সদস্য হয়। এটা সবাইকে মাথায় রাখতে হবে।

দিনের আলোতে সদস্য নবায়নের কথা উল্লেখ করে আমীর খসরু বলেন, এ মেম্বারশিপ দিনের আলোতে করতে হবে, অন্ধকারে নয়। দিনের আলোতে আজকে আমরা এখানে করছি, আপনারাও প্রতিটি শহর থানা ইউনিয়নে এ ধরনের মেম্বার করবেন। যারা বিএনপির সদস্য হবে, আমরা চাই তারা দিনের আলোতেই হোক। এখানে কোনো লুকোচুরি নেই। একদিকে পুরুষের লাইন থাকবে আরেকদিকে মহিলার লাইন থাকবে, সেভাবে ভোটার হয়। এটা দৃশ্যমান হতে হবে, সামাজিক যোগাযোগ মাধ্যমে দিতে হবে। এটাও একটা আন্দোলন, শুধু মেম্বারশিপ না। এটাতে আন্দোলন হিসেবেই নিতে হবে। আর আমাদের কথাগুলো মানুষের কাছে যেতে হবে।

বাংলাদেশের মানুষের নতুন দেশ গড়ার স্বপ্নকে বাস্তবায়ন করতে হবে জানিয়ে তিনি বলেন, শেখ হাসিনা বিতাড়িত হয়েছে। আগামীদিনে দেশের মানুষের নতুন স্বপ্ন, নতুন দেশ গড়ার স্বপ্ন। মানুষ, নতুন প্রজন্ম কি চাচ্ছে, তারা চাচ্ছে দেশটা গড়তে হবে, দেশে গণতান্ত্রিক পরিবেশ থাকতে হবে, যে গণতান্ত্রিক দেশে সাধারণ মানুষ অংশগ্রহণ করতে পারবে। দেশে একটা অর্থনৈতিক ব্যবস্থা থাকতে হবে, যেই অর্থনৈতিক ব্যবস্থায় সাধারণ সর্বস্তরের মানুষ অংশগ্রহণ করতে পারবে। বিএনপির নতুন স্লোগান হচ্ছে, অর্থনীতিতে গণতান্ত্রয়ন করা। মানে রাজনীতিতে গণতান্ত্রয়ন করা আর অর্থনীতিতে গণতান্ত্রয়ন করা। অর্থাৎ দেশের সর্বস্তরের মানুষ, অর্থনৈতিক উন্নয়ন, দেশের উন্নয়নে সকলের অংশগ্রহণের জন্য সেই ব্যবস্থা আমরা করে দিব আগামীদিনে। এ গণতন্ত্রের মাধ্যমে দেশের মানুষের জীবনযাত্রার মান উন্নয়ন করা। নতুন বাংলাদেশ গড়ার জন্য নতুন প্রজন্মকে সাথে নিয়ে আমাদের কাজের অংশ হিসেবে মেম্বারশিপের মাধ্যমে এগিয়ে যেতে হবে।

বিশেষ অতিথির বক্তব্যে গোলাম আকবর খোন্দকার বলেন, সদস্য সংগ্রহ ও ফরম বিতরণ দলের সাংগঠনিক ভিত্তি মজবুত করার একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রক্রিয়া। দীর্ঘ ১৭ বছর ধরে দেশে একচেটিয়া, দমনমূলক ও স্বৈরাচারী শাসন ব্যবস্থা চালু ছিল। এই সময়ে জাতীয়তাবাদী দলের নেতাকর্মীরা স্বাধীনভাবে এমন কর্মসূচি গ্রহণ করতে পারেননি, বাস্তবায়ন তো দূরের কথা। আজ আমরা নতুন আশার আলো দেখতে পাচ্ছি। একটি মুক্ত, স্বচ্ছ ও গণতান্ত্রিক বাংলাদেশ গঠনের যাত্রা আবার শুরু হয়েছে।তারেক রহমানের বলিষ্ঠ নেতৃত্বে দেশবাসী আজ নতুন করে স্বপ্ন দেখছে।

শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেন, আমরা একটা নতুন যুগে বসবাস করতেছি। আমাদের বর্তমান প্রজন্ম আইটি লাইনে খুব বেশি দক্ষ। এই প্রজন্মটা কিন্তু দীর্ঘদিন ভোট দিতে পারেনি। তাই নবীন ও প্রবিনের মধ্যে একটা সমন্বয় করা দরকার। সেজন্য আমরা এই কর্মসূচিকে তৃণমূল পর্যায়ে নিয়ে যাচ্ছি। আগামী দিনে যারা প্রতিযোগিতায় আসতে চায়, তারা বিএনপির সঙ্গে পারবে না। বিএনপি অভিজ্ঞতা সম্পন্ন দল। কোনও ষড়যন্ত্র দলের অগ্রযাত্রার পথে বাধা হতে পারবে না।

এম রশিদুজ্জামান মিল্লাত বলেন, আমাদের অনেক নেতাকর্মী দলের সদস্য ফরম পূরণ করে নিবন্ধিত হতে পারে নাই। আমরা যারা পুরনো সদস্য রয়েছি তারা নবায়ন করব। নতুন সদস্যরা ফরম পূরণ করবেন। আমাদেরকে যারা মন থেকে অন্তর দিয়ে সমর্থন করে তাদের জন্য একটি অঙ্গীকার নামা এখানে রয়েছে। তারা বিশ টাকা দিয়ে ফরম ফিলাপ করবে। এবং এই ফর্মের মাধ্যমে তিনি একজন সদস্য বলে গণ্য হবেন।আমরা যারা এখনো নবায়ন করিনি এই নবায়নগুলি আমাদের দ্রুত সম্পন্ন করতে হবে। আমাদের স্কুল কলেজ ইউনিভার্সিটির ছাত্রছাত্রী এবং জনসাধারণকেও এই ফরম পূরণ করাতে হবে। 

সভাপতির বক্তব্যে মাহবুবের রহমান শামীম বলেন, বিএনপির সদস্য ফরম বিতরণ কর্মসূচি চট্টগ্রাম মহানগরসহ দশটি জেলায় অনুষ্ঠিত হবে। কেন্দ্র থেকে ফরমের বই সংগ্রহ করে প্রতিটি জেলা উপজেলা থানা ও ইউনিয়ন পর্যায়ে সভা করে নবায়ন করতে হবে। তবে পতিত স্বৈরাচারের কোন দোসরকে সদস্য করা যাবে না। যদি কেউ করে তাহলে তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

এতে বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক আলহাজ্ব এরশাদ উল্লাহ, জাতীয় নির্বাহী কমিটির সদস্য তরিকুল আলম তেনজিং। উপস্থিত ছিলেন কক্সাবাজার জেলা বিএনপির সভাপতি শাহজাহান চৌধুরী, বান্দরবান জেলা বিএনপির আহ্বায়ক সাচিং প্রু জেরী, চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক ইদ্রিস মিয়া, লক্ষ্মীপুর জেলা বিএনপির সদস্য সচিব শাহাবুদ্দিন সাবু, চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সদস্য সচিব আবুল হাশেম বক্কর, জাতীয় নির্বাহী কমিটির সদস্য শামসুল আলম, চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্য সচিব নাজিমুর রহমান, চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সি. যুগ্ম আহ্বায়ক এম এ হালিম, চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব লায়ন হেলাল উদ্দিন, নোয়াখালী জেলা বিএনপির সদস্য সচিব হারুনুর রশীদ আজাদ, ফেনী জেলা বিএনপির সদস্য সচিব আলাল উদ্দীন আলাল, রাঙ্গামাটি জেলা বিএনপির সাধারণ সম্পাদক মামুনুর রশীদ মামুন, খাগড়াছড়ি জেলা বিএনপির সাধারণ সম্পাদক এম এন আবসার, নোয়াখালী জেলা বিএনপির সি. যুগ্ম আহ্বায়ক এড. এ বি এম জাকারিয়া।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *