Monday, May 19
Shadow

খুবির প্রথম বর্ষের চূড়ান্ত ভর্তি কার্যক্রমপর্যবেক্ষণ করলেন উপ-উপাচার্য

খুলনা বিশ্ববিদ্যালয়ে ২০২৪-২৫ শিক্ষাবর্ষে স্নাতক/স্নাতক (সম্মান) প্রথম বর্ষে মেধা তালিকা থেকে শিক্ষার্থীদের চূড়ান্ত ভর্তি কার্যক্রম পর্যবেক্ষণ করেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. মোঃ হারুনর রশীদ খান। আজ ১৪ মে (বুধবার) দুপুরে মাইকেল মধুসূদন দত্ত অতিথি ভবনে ‘সি’ ইউনিটের ভর্তি কার্যক্রম চলাকালে তিনি ভর্তি হতে আসা শিক্ষার্থী এবং তাদের অভিভাবকের সাথে কথা বলেন। এ সময় তিনি ভর্তি কার্যক্রমে দায়িত্বরত শিক্ষক ও কর্মকর্তাদের কাছ থেকে সার্বিক খোঁজ-খবর নেন।

শিক্ষার্থী ও অভিভাবকদের উদ্দেশ্যে তিনি বলেন, ছাত্ররাজনীতি ও সেশনজট না থাকায় শিক্ষার্থীদের পছন্দের শীর্ষে থাকে খুলনা বিশ্ববিদ্যালয়। শিক্ষার্থীরা মনোরম ও সুশৃঙ্খল পরিবেশে শিক্ষা এবং গবেষণায় মনোনিবেশ করতে পারে। ছাত্ররাজনীতি না থাকলেও এখানে নানা সহশিক্ষামূলক সংগঠন রয়েছে, যার মাধ্যমে শিক্ষার্থীরা নেতৃত্বগুণে সমৃদ্ধ হয় ও প্রতিভা বিকাশের সুযোগ পায়।

এ সময় কয়েকজন শিক্ষার্থী বলেন, খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার পরিবেশ সবসময় চমৎকার। বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস পরিচ্ছন্ন ও নান্দনিক, যা দেখে আমরা বিমোহিত। এত সুন্দর প্রাকৃতিক পরিবেশ ও পরিচ্ছন্ন ক্যাম্পাস সত্যিই প্রশংসনীয়। এখানে ভর্তি হতে পারা আমাদের স্বপ্নের প্রাথমিক বাস্তবায়ন।

অভিভাবকরা বলেন, খুলনা বিশ্ববিদ্যালয়ের শান্তিপূর্ণ পরিবেশ শিক্ষার্থীদের জন্য নিরাপদ। প্রত্যেক অভিভাবকই এমন সুষ্ঠু পরিবেশে তাদের সন্তানদের পড়াশোনা করাতে চায়। দীর্ঘদিনের পথচলায় বিশ্ববিদ্যালয়টি যেভাবে তাদের স্বকীয়তা ধরে রেখেছে, তা সব মহলেই প্রশংসিত।

এ সময় আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষা স্কুলের ডিন (ভারপ্রাপ্ত) ও ‘সি’ ইউনিটের ইউনিট প্রধান প্রফেসর ড. মোঃ ইমদাদুল হক, আইন স্কুলের ডিন (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. মোঃ নাসিফ আহসান এবং অন্যান্য ডিসিপ্লিনের শিক্ষক ও দায়িত্বরত কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *