
খুবির প্রথম বর্ষের চূড়ান্ত ভর্তি কার্যক্রমপর্যবেক্ষণ করলেন উপ-উপাচার্য
খুলনা বিশ্ববিদ্যালয়ে ২০২৪-২৫ শিক্ষাবর্ষে স্নাতক/স্নাতক (সম্মান) প্রথম বর্ষে মেধা তালিকা থেকে শিক্ষার্থীদের চূড়ান্ত ভর্তি কার্যক্রম পর্যবেক্ষণ করেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. মোঃ হারুনর রশীদ খান। আজ ১৪ মে (বুধবার) দুপুরে মাইকেল মধুসূদন দত্ত অতিথি ভবনে ‘সি’ ইউনিটের ভর্তি কার্যক্রম চলাকালে তিনি ভর্তি হতে আসা শিক্ষার্থী এবং তাদের অভিভাবকের সাথে কথা বলেন। এ সময় তিনি ভর্তি কার্যক্রমে দায়িত্বরত শিক্ষক ও কর্মকর্তাদের কাছ থেকে সার্বিক খোঁজ-খবর নেন।
শিক্ষার্থী ও অভিভাবকদের উদ্দেশ্যে তিনি বলেন, ছাত্ররাজনীতি ও সেশনজট না থাকায় শিক্ষার্থীদের পছন্দের শীর্ষে থাকে খুলনা বিশ্ববিদ্যালয়। শিক্ষার্থীরা মনোরম ও সুশৃঙ্খল পরিবেশে শিক্ষা এবং গবেষণায় মনোনিবেশ করতে পারে। ছাত্ররাজনীতি না থাকলেও এখানে নানা সহশিক্ষামূলক সংগঠন রয়েছে, যার মাধ্যমে শিক্ষার্থীরা নেতৃত্বগুণে সমৃদ্ধ হয় ও প্রতিভা বিকাশে...