
চীনের পাঠ্যক্রমে কৃত্রিম বুদ্ধিমত্তার নতুন ধারা চীন তার শিক্ষা ব্যবস্থায় প্রাথমিক থেকে শুরু করে জুনিয়র ও সিনিয়র হাইস্কুল পর্যন্ত একটি স্তরভিত্তিক কৃত্রিম বুদ্ধিমত্তা শিক্ষা কাঠামো গড়ে তুলছে। সোমবার প্রকাশিত শিক্ষা মন্ত্রণালয়ের নথি অনুযায়ী, শিক্ষার্থীদের ধাপে ধাপে এআই সম্পর্কে ধারণা থেকে শুরু করে প্রযুক্তি উদ্ভাবনের দক্ষতায় পৌঁছে দেওয়ার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পর্কে সচেতনতা তৈরি এবং কণ্ঠস্বর শনাক্তকরণ ও চিত্র শ্রেণিবিন্যাসের মতো মৌলিক প্রযুক্তির সঙ্গে পরিচিত করানো হবে।এরপর জুনিয়র হাইস্কুল পর্যায়ে শিক্ষার্থীরা এআই–এর কার্যপদ্ধতি, যেমন মেশিন লার্নিং, আরও গভীরভাবে শিখবে এবং জেনারেটিভ এআই থেকে প্রাপ্ত তথ্য বিশ্লেষণ করে ভুল শনাক্ত করতে শেখাবে, যাতে তাদের সমালোচনামূলক চিন্তাশক্তি গড়ে ওঠে।শিক্ষকদেরও এআই–সম্পর্কিত দক্ষতা বৃদ্ধির জন্য নতুন প্রশিক্ষণ কাঠামো তৈরি করছে মন্ত্রণালয়। পাশাপাশি, শিক্ষার্থীদের বয়স ও মানসিক বিকাশ অনুসারে স্তরভিত্তিক পাঠ্যক্রম প্রণয়নের নির্দেশনা দেওয়া হয়েছে।তবে শিক্ষার্থীদের এআই–নির্ভর কনটেন্ট পরীক্ষার উত্তর বা অ্যাসাইনমেন্ট হিসেবে জমা দেওয়া সম্পূর্ণরূপে নিষিদ্ধ করা হয়েছে। পাশাপাশি, শিক্ষকদের দায়িত্ব দেওয়া হয়েছে এআই–এর আউটপুট বিশ্লেষণের মাধ্যমে শিক্ষার্থীদের নিজস্ব বিশ্লেষণী ক্ষমতা গড়ে তোলার, যাতে তারা সত্যিকারের তথ্য প্রক্রিয়াকরণে সক্ষম হয়। সূত্র: সিএমজি