Thursday, May 8
Shadow

জরুরি বৈঠকে বসছে পাকিস্তানের শীর্ষ নিরাপত্তা কমিটি

ভারতের হামলার প্রেক্ষিতে জরুরি বৈঠকে বসছে পাকিস্তানের শীর্ষ নিরাপত্তা কমিটি। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ বুধবার স্থানীয় সময় সকাল ১০টায় জাতীয় নিরাপত্তা কমিটির এই বৈঠক ডেকেছেন। পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার এই তথ্য নিশ্চিত করেছেন। খবর বিবিসির।

পেহেলগামের হামলার জেরে ভারতের আঘাত

বুধবার মধ্যরাতে ভারত পাকিস্তান এবং পাকিস্তান শাসিত কাশ্মীরের মোট নয়টি স্থানে হামলা চালিয়েছে। ভারত দাবি করেছে, পেহেলগামে জঙ্গি হামলায় ২৬ জনকে হত্যার প্রতিশোধ হিসেবে এই হামলা চালানো হয়েছে। দিল্লির পক্ষ থেকে জানানো হয়েছে, এই হামলাগুলো সন্ত্রাসী অবকাঠামো লক্ষ্য করে পরিচালিত হয়েছে।

পাকিস্তানের প্রতিক্রিয়া

পাকিস্তান এই হামলাকে ‘কাপুরুষোচিত’ বলে অভিহিত করেছে এবং জানিয়েছে, তারা তাদের পছন্দের সময় ও স্থানে এ হামলার জবাব দেবে। ইতোমধ্যেই পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানিয়েছে, ভারতের হামলায় পাকিস্তানের ৮ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরও অন্তত ৩৫ জন।

৫টি যুদ্ধবিমান ভূপাতিতের দাবি

পাকিস্তান দাবি করেছে, ভারতের ৫টি যুদ্ধবিমান ভূপাতিত করা হয়েছে। পাকিস্তানের সেনাবাহিনী, তথ্যমন্ত্রী ও প্রতিরক্ষামন্ত্রীর বরাত দিয়ে ডন জানিয়েছে, ভূপাতিত বিমানের মধ্যে রয়েছে একটি মিগ-২৯, তিনটি রাফায়েল এবং একটি এসইউ-৩০।

আঞ্চলিক উত্তেজনার আশঙ্কা

ভারত ও পাকিস্তানের মধ্যে এই সামরিক উত্তেজনা বাড়তে থাকায় আঞ্চলিক স্থিতিশীলতা নিয়ে শঙ্কা দেখা দিয়েছে। আন্তর্জাতিক মহল উভয় দেশকে সংযম প্রদর্শনের আহ্বান জানিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *