
পাকিস্তান শাসিত কাশ্মীর এবং পাকিস্তানের ভেতরে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ভারত। মধ্যরাতে চালানো এই হামলায় অন্তত ৮ জন নিহত এবং ৩৫ জন আহত হয়েছে। পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী এই তথ্য জানিয়েছেন। তিনি জানান, পাকিস্তানের অন্তত ৬টি পৃথক স্থানে সর্বমোট ২৪টি হামলা চালিয়েছে ভারত।
বড় হামলা আহমেদপুর শারকিয়ায়
সবচেয়ে বড় হামলাটি হয়েছে পাঞ্জাব প্রদেশের বাহাওয়ালপুর শহরের কাছে আহমেদপুর শারকিয়ায়। আইএসপিআর জানিয়েছে, সেখানে একটি মসজিদ প্রাঙ্গণে হামলা চালানো হয় এবং এতে ৩ বছরের একটি মেয়ে শিশুসহ পাঁচজন নিহত হয়। বাকি হামলা হয়েছে শিয়ালকোটের মুরিদকে শহর এবং পাঞ্জাব প্রদেশের শকরগড়ে।
ভারতের অপারেশন সিঁদুর
ভারত সরকারের এক বিবৃতিতে জানানো হয়েছে, দেশটির সশস্ত্র বাহিনী ‘অপারেশন সিঁদুর’ শুরু করেছে। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, পাকিস্তান এবং পাক-অধিকৃত জম্মু ও কাশ্মীরের নয়টি ‘সন্ত্রাসী অবকাঠামো’র উপর হামলা চালানো হয়েছে। তবে পাকিস্তানের সামরিক বাহিনীর কোনো স্থাপনা লক্ষ্যবস্তু করা হয়নি বলে দাবি করেছে ভারত।
পাল্টা হামলা ও আন্তর্জাতিক প্রতিক্রিয়া
ভারত শাসিত কাশ্মীরের পুঞ্চ-রাজৌরি এলাকার ভিম্বার গলিতে কামান থেকে গোলা নিক্ষেপ করেছে পাকিস্তান। পাকিস্তানি সেনাবাহিনীর আর্টিলারি গোলাবর্ষণে ৩ বেসামরিক নাগরিক নিহত হয়েছে বলে দাবি করেছে ভারতের সেনাবাহিনী। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই হামলাকে ‘লজ্জাজনক’ বলে আখ্যায়িত করেছেন। এদিকে, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ভারত ও পাকিস্তানের জাতীয় নিরাপত্তা উপদেষ্টাদের সঙ্গে কথা বলেছেন এবং উত্তেজনা হ্রাসের আহ্বান জানিয়েছেন।
আকাশসীমা বন্ধ ও বিমান চলাচল স্থগিত
ভারতের হামলার পর পাকিস্তানের আকাশসীমা বন্ধ করে দেওয়া হয়েছে। প্রাথমিকভাবে ৪৮ ঘণ্টার জন্য সমস্ত ফ্লাইট বাতিল করা হয়েছে। অন্যদিকে, ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের শ্রীনগর বিমানবন্দর বন্ধ ঘোষণা করা হয়েছে। কাতার এয়ারওয়েজ, এয়ার ইন্ডিয়া, এবং ভারতের পশ্চিমাঞ্চলের বেশ কয়েকটি শহরের ফ্লাইট স্থগিত বা রুট পরিবর্তন করা হয়েছে।
পাকিস্তানে স্কুল বন্ধ ও যুদ্ধবিমান ভূপাতিতের দাবি
পাকিস্তানের পাঞ্জাব প্রদেশে জননিরাপত্তার কথা বিবেচনা করে আগামীকাল সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে। একইসঙ্গে বিশ্ববিদ্যালয় এবং কলেজের পরীক্ষাও স্থগিত থাকবে। এদিকে, পাকিস্তানের সেনাবাহিনী দাবি করেছে, ভারতের ৫টি যুদ্ধবিমান ভূপাতিত করা হয়েছে। ডনের প্রতিবেদনে বলা হয়েছে, ভূপাতিত বিমানগুলোর মধ্যে একটি মিগ-২৯, তিনটি রাফায়েল এবং একটি এসইউ-৩০ অন্তর্ভুক্ত।