
মাসুদুর রহমান, দিনাজপুর : বিএনপির চেয়ারপার্সন তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া লন্ডনে চিকিৎসা শেষে দেশে আগমন উপলক্ষে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম দিনাজপুর জেলা ইউনিটের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৬ মে ২০২৫) বেলা আড়াইটায় দিনাজপুর জেলা আইনজীবী সমিতির পুরাতন ভবনের সামনে অনুষ্ঠিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন জেলা জজ আদালতের পিপি ও আইনজীবী ফোরাম জেলা ইউনিটের সিনিয়র সহ-সভাপতি এ্যাড. মোঃ মোস্তাফিজুর রহমান মোস্তাক।
বক্তব্য রাখেন জেলা জজ আদালতের জিপি ও ফোরামের সহসভাপতি এ্যাড. মোল্লা মোঃ সাখাওয়াত হোসেন, জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম জেলা ইউনিটের সাধারণ সম্পাদক এ্যাড. মাহফুজুর রহমান খান বিপুল, সহ-সভাপতি মোঃ এমাম আলী, জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এ্যাড. মোঃ খয়রাত আলী, সহ-সভাপতি এ্যাড. কবির বিন গোলাম চার্লি প্রমূখ।
আলোচনা শেষে বেগম খালেদা জিয়া’র সুস্থতা কামনায় দোয়া করা হয়। দোয়া পরিচালনা করেন জেলা আইনজীবী সমিতির ধর্ম বিষয়ক সম্পাদক মোঃ রেজাউল হক।
আলোচনা সভা ও দোয়া মাহফিলে
সিনিয়র আইনজীবী এ্যাড. মোঃ আব্দুল আজিজ, এ্যাড. মোঃ রইস উদ্দীন, এ্যাড. আনােরুল হক সরকার মানিক, জেলা আইনজীবী ফোরামের সহ-সভাপতি মোঃ মঞ্জুরুল হক, সাংগঠনিক সম্পাদক মোঃ মাহফুজ আলী চৌধুরী, দপ্তর সম্পাদক মোঃ আইনুল হক, জেলা আইনজীবী সমিতির সহ-সাধারণ সম্পাদক এ্যাড. মোঃ আব্দুর রহমান সোহাগ, এডিশনাল পিপি মোঃ রাশেদুল ইসলাম মানিক, এ্যাড. শিরন আলম, মোঃ বরকত আলী, এপিপি এ্যাড. মোঃ তারিকুল ইসলাম তারিক, এ্যাড. দিলারা বেগম রানু, এ্যাড. তৌহিদা ইয়াসমিন তানিন, এ্যাড. সাদিব বিন গোলাম নাসেরসহ আইনজীবী ফোরামের অন্যান্য নেতাকর্মী উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন আইনজীবী ফোরাম জেলা ইউনিটের সহ-সাধারণ সম্পাদক একেএম মনজুর রশিদ রতন।