Thursday, May 8
Shadow

শিক্ষক মারপিটের ঘটনায় খুবির সাবেক শিক্ষার্থীর ছাত্রত্ব ও সনদ স্থগিত


মোরশেদ খুলনা :খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) সহকারী ছাত্র বিষয়ক পরিচালক হাসান মাহমুদ সাকিকে মারপিটের ঘটনায় অভিযুক্ত শিক্ষার্থী মোবারক হোসেন নোমানের ছাত্রত্ব ও সনদ সাময়িক স্থগিত করা হয়েছে।

শনিবার (৩ মে) বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটের জরুরী সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

সভায় শিক্ষা অনুষদের ডিন অধ্যাপক ড. মো ইমদাদুল হককে প্রধান করে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন এবং ৫ কার্য দিবসের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার সিদ্ধান্ত হয়। এছাড়া মারধরের ঘটনায় ফৌজদারি মামলা দায়ের এবং অভিযুক্তের ক্যাম্পাসে প্রবেশ নিষিদ্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. রেজাউল করিম সভায় সভাপতিত্ব করেন। 

সভা শেষে উপাচার্য বলেন, তার সনদ ও ছাত্রত্ব সাময়িক স্থগিত থাকবে। তদন্ত প্রতিবেদন পাওয়ার পর চূড়ান্ত ব্যবস্থা নেওয়া হবে।এর আগে শুক্রবার (২ মে) দিনগত রাতে গাছের আম পাড়ার ঘটনাকে কেন্দ্র করে শিক্ষক হাসান মাহমুদ সাকিকে মারধর করেন বাংলা ২০১৮ ব্যাচের শিক্ষার্থী মোবারক হোসেন নোমান। এ ঘটনায় তিনি অজ্ঞান হয়ে পড়লে তাকে বেসরকারি খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। শিক্ষকের ওপর হামলার প্রতিবাদে রাতে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করে শিক্ষার্থীরা। তারা আবদুল্লাহ নোমানকে ক্যাম্পাসে অবাঞ্চিত ঘোষণা করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *