Thursday, May 8
Shadow

রাজশাহীতে বাংলাদেশ প্রেস ক্লাব এর উদ্দ্যোগে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালিত

মোকছেদুল ইসলাম, নওগাঁঃ আজ বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস। প্রতি বছর এই দিনে সারা বিশ্বে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালিত হয়।

এবারের বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসের ¯স্লোগান, ‘সাহসী নতুন বিশ্বে রিপোর্টিং-স্বাধীন গণমাধ্যমে এআই এর প্রভাব।’

 শনিবার (৩ মে ২০২৫) দুপুর ১২ টায়  ‘বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস ২০২৫’ উপলক্ষে বাংলাদেশ প্রেস ক্লাব রাজশাহী বিভাগীয় কমিটির উদ্যোগে  রাজশাহী রেলগেট সংলগ্ন এলকায় মানব বন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 

মানব বন্ধন ও আলোচনা সভায় বক্তব্য রাখেন, বাংলাদেশ প্রেস ক্লাব রাজশাহী বিভাগীয় কমিটির সভাপতি সাংবাদিক  মো. আব্দুল হালিম মন্ডল, সাংগঠনিক সম্পাদক সাংবাদিক মো. হাফিজুর রহমান হাফিজ ও নওগাঁ  জেলা  আহবায়ক নুরনবী নাইস  সদস্য সচিব মোঃ মোকছেদুল ইসলাম  নওগাঁ সদরে সভাপতি ওমর ফারুক সাধারন সম্পদক ইয়াকাহারুল ইসলাম নয়ন     সাংগঠনিক আলমঙ্গীর ও জেলা উপজেলা পর্যায়ের বিভিন্ন নেতৃবৃন্দ।

এসময় উপস্থিত ছিলেন, রাজশাহী বিভাগের সকল জেলা ও উপজেলা কমিটির সভাপতি, সাধারণ সম্পাদকসহ বিভিন্ন পর্যায়ের সাংবাদিক বৃন্দ। 

প্রসঙ্গত: বিশ্ব সংবাদ মাধ্যমের স্বাধীনতা সূচকে গত বছরের তুলনায় ১৬ ধাপ এগিয়েছে বাংলাদেশ। শুক্রবার ২ মে রিপোর্টার্স উইদাউট বর্ডারস (আরএসএফ) ২০২৫ সালের সূচকে এই তথ্য প্রকাশ করেছে।

৩৩.৭১ স্কোর নিয়ে ১৮০টি দেশের মধ্যে সূচকে বাংলাদেশের অবস্থান ১৪৯তম। ২০২৪ সালের সূচকে ও বাংলাদেশের অবস্থান ছিল ১৬৫তম (স্কোর ছিল ২৭.৬৪), এর আগের বছর ছিল ১৬৩তম। ২০১৮ সালের পর এই প্রথম সূচকে ১৫০-এর ভেতর অবস্থান করছে বাংলাদেশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *