
আহত-১২, ৮টি ওয়ার্ডের কাউন্সিল অধিবেশন স্থগিত
সৈয়দ মুজিবুর রহমান দুলাল, লাকসাম :কুমিল্লার মনোহরগঞ্জে বিএনপি’র তৃণমূলের কাউন্সিল অধিবেশনের মাধ্যমে কমিটি গঠণকে কেন্দ্র করে সংঘর্ষে অন্তত ১২জন আহত হয়েছে। উপজেলার লক্ষণপুর ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে কাউন্সিল অধিবেশন চলাকালে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় ওই ইউনিয়নের ৮টি ওয়ার্ডে কাউন্সিল অধিবেশন স্থগিত করা হয়েছে।
দলীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (১ মে) সকাল ১০টায় মড়হ পশ্চিমপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে শুরু হয় উপজেলার লক্ষণপুর ইউনিয়নের ৭, ৮ ও ৯ নং ওয়ার্ড বিএনপির কাউন্সিল। কাউন্সিল অধিবেশনের শুরুতে প্রার্থিতা বিষয়ে পরস্পর বিরোধী অভিযোগের পর উপজেলা বিএনপি নেতৃবৃন্দের সামনেই বাকবিতন্ডায় জড়িয়ে পড়ে প্রার্থীরা। এক পর্যায়ে এটি সংঘর্ষে রূপ নেয়। পরে শুরু হয় ধাওয়া পাল্টা ধাওয়া। পরিস্থিতি সামাল দিতে না পেরে সেখানকার ৩টি ওয়ার্ডের কমিটি স্থগিত করা হয়।
এদিকে, দুপুর ১২টায় কান্দিরপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে শুরু হয় একই ইউপির ৪, ৫ ও ৬ নং ওয়ার্ডের কাউন্সিল। ৬ নং ওয়ার্ডের কাউন্সিল অধিবেশন সুষ্ঠুভাবে সম্পন্ন হয়। পরবর্তীতে ৪নং ওয়ার্ডের কাউন্সিল অধিবেশন শুরু হয় । সেখানেও প্রার্থীরা নিজেদের অভ্যন্তরীণ কোন্দলে জড়িয়ে পড়েন। প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের পক্ষে-বিপক্ষে প্রার্থীর বৈধতা নিয়ে চ্যালেঞ্জ করা হলে শুরু হয় বাকবিতণ্ডা। এ সময় কাউন্সিল অধিবেশনস্থলে চেয়ার ছোঁড়াছুড়ি, ভাংচুর, লাঠিসোটা ও দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে শুরু হয় ধাওয়া পাল্টা ধাওয়া। একপর্যায়ে তা রক্তক্ষয়ী সংঘর্ষে পরিণত হয়। সংঘর্ষে বিএনপির অন্তত ১২জন কর্মী আহত হওয়ার খবর পাওয়া গেছে।
পরিস্থিতি নিয়ন্ত্রণের বাহিরে চলে গেলে এটিসহ ওই ইউনিয়নের মোট ৮টি ওয়ার্ডের কাউন্সিল স্থগিত ঘোষণা করে উপজেলা বিএনপি নেতৃবৃন্দ। পরবর্তীতে তাঁরা কাউন্সিল অধিবেশনস্থল ত্যাগ করেন। এছাড়াও বিএনপি’র এ কাউন্সিলকে কেন্দ্র করে উপজেলার বিভিন্ন ইউনিয়নে একাধিক স্থানে সংঘর্ষের খবর পাওয়া গেছে।
মনোহরগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম-আহবায়ক ও লক্ষণপুর ইউনিয়নের কাউন্সিল পরিচালনা কমিটির টিম লিডার এম. শওকত হোসেন শিহাব কাউন্সিল অধিবেশনে সংঘর্ষের বিষয়টি নিশ্চিত করে বলেন, লক্ষণপুর ইউনিয়নের ৯টি ওয়ার্ডের মধ্যে ৮টি ওয়ার্ডে দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণে কাউন্সিল অধিবেশন সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। বিষয়টি দলের হাইকমান্ডকে অবহিত করার কথাও জানান তিনি।
এই ব্যাপারে শুক্রবার (২ মে) রাতে মনোহরগঞ্জ উপজেলা বিএনপি’র আহবায়ক ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. ইলিয়াছ পাটওয়ারী জানান, যে সকল ওয়ার্ডে কাউন্সিল অধিবেশন স্থগিত করা হয়েছে। সেগুলো উপজেলা বিএনপি’র আহবায়ক কমিটির সভায় সিদ্ধান্ত মোতাবেক পরবর্তী তারিখ ঘোষণা করা হবে।
তিনি জানান, কাউন্সিল অধিবেশনে বাধাগ্রস্ত ও দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকান্ডে জড়িতদের বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।