Thursday, May 8
Shadow

শাপলা ট্রাজেডির শহীদদের তালিকা প্রকাশের আহ্বান হাসনাত আবদুল্লাহর

২০১৩ সালের শাপলা চত্বরে সংঘটিত ট্রাজেডির শহীদদের তালিকা প্রকাশের দাবি জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলীয় মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ।
তিনি বলেন, “শাপলা হত্যাকাণ্ডে যারা শহীদ হয়েছেন, আজকের এই সমাবেশ থেকে তাদের তালিকা জাতির সামনে প্রকাশ করুন।”

শনিবার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে হেফাজতে ইসলাম আয়োজিত মহাসমাবেশে এসব কথা বলেন তিনি।
সমাবেশে নারী বিষয়ক সংস্কার কমিশনের প্রস্তাব বাতিল, শাপলা ট্রাজেডি ও আওয়ামী শাসনামলে সংঘটিত সব গণহত্যার বিচারসহ চার দফা দাবি উত্থাপন করে হেফাজতে ইসলাম।

হাসনাত বলেন, “হাসিনার ফাঁসি নিশ্চিত না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলবে। আওয়ামী লীগ এ দেশে রাজনৈতিকভাবে মৃত। এর জানাজা হয়েছে দিল্লিতে। যারা শহীদদের রক্তে রঞ্জিত এই বাংলার মাটিতে ফ্যাসিস্ট আওয়ামী লীগকে আবার ফিরিয়ে আনার চেষ্টা করছেন, তারা ব্যর্থ হবেন।”

তিনি আরও বলেন, “আওয়ামী লীগ কোনো রাজনৈতিক দল নয়, এটি একটি সন্ত্রাসী সংগঠন। এ দলকে নিষিদ্ধ ঘোষণাই দেশের সবচেয়ে বড় রাজনৈতিক সংস্কার। এ দলকে নিষিদ্ধ করতেই হবে।”

ড. মুহাম্মদ ইউনূসকে উদ্দেশ করে তিনি বলেন, “আপনি বলেছেন, আগামী নির্বাচনে আওয়ামী লীগ অংশ নেবে কি না, সে সিদ্ধান্ত তাদের। কিন্তু আপনি ভুলে যাবেন না—জনগণের রায়ে আপনিই ক্ষমতায় এসেছেন। তাই জনগণের অবস্থান উপেক্ষা করে আওয়ামী লীগের স্বার্থে কোনো সিদ্ধান্ত মেনে নেওয়া হবে না।”

নারী সংস্কার কমিশন প্রসঙ্গে হাসনাত বলেন, “এই কমিশনের মাধ্যমে ইসলামী মূল্যবোধের বিরুদ্ধে কাজ করা হলে তা কখনো মেনে নেওয়া হবে না। প্রয়োজনীয় সংস্কার করুন—যা নারীর অধিকার ও সম্মান নিশ্চিত করে। কিন্তু অপ্রয়োজনীয় বিতর্ক সৃষ্টি করে নতুন সংকট তৈরি করবেন না।”

সমাবেশে বক্তারা দাবি করেন, শাপলা ট্রাজেডির প্রকৃত ইতিহাস ও শহীদদের নাম জাতির সামনে প্রকাশ না করা একটি গভীর ষড়যন্ত্রের অংশ। তারা বলেন, “এই হত্যাকাণ্ডের বিচার এবং দায়ীদের শাস্তি নিশ্চিত না হওয়া পর্যন্ত হেফাজতের আন্দোলন থামবে না।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *