
শাপলা ট্রাজেডির শহীদদের তালিকা প্রকাশের আহ্বান হাসনাত আবদুল্লাহর
২০১৩ সালের শাপলা চত্বরে সংঘটিত ট্রাজেডির শহীদদের তালিকা প্রকাশের দাবি জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলীয় মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ।তিনি বলেন, “শাপলা হত্যাকাণ্ডে যারা শহীদ হয়েছেন, আজকের এই সমাবেশ থেকে তাদের তালিকা জাতির সামনে প্রকাশ করুন।”
শনিবার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে হেফাজতে ইসলাম আয়োজিত মহাসমাবেশে এসব কথা বলেন তিনি।সমাবেশে নারী বিষয়ক সংস্কার কমিশনের প্রস্তাব বাতিল, শাপলা ট্রাজেডি ও আওয়ামী শাসনামলে সংঘটিত সব গণহত্যার বিচারসহ চার দফা দাবি উত্থাপন করে হেফাজতে ইসলাম।
হাসনাত বলেন, “হাসিনার ফাঁসি নিশ্চিত না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলবে। আওয়ামী লীগ এ দেশে রাজনৈতিকভাবে মৃত। এর জানাজা হয়েছে দিল্লিতে। যারা শহীদদের রক্তে রঞ্জিত এই বাংলার মাটিতে ফ্যাসিস্ট আওয়ামী লীগকে আবার ফিরিয়ে আনার চেষ্টা করছেন, তারা ব্যর্থ হবেন।”
তিনি আরও বলেন, “আওয়ামী লীগ ...