
তেহরান, ২৯ এপ্রিল: বিশ্বের ১১০টি দেশে হালাল খাদ্যপণ্য রপ্তানি করছে ইরান। দেশটির মান নিয়ন্ত্রণ ও বিপণন গবেষণা বিভাগের পরিচালক কিওমারস ইয়াগময়ী জানিয়েছেন, মালয়েশিয়া, সিঙ্গাপুর, উপসাগরীয় অঞ্চল ও উত্তর আফ্রিকার দেশগুলোতে এসব পণ্যের ব্যাপক চাহিদা রয়েছে।
‘ইরনা’ বার্তা সংস্থার প্রতিবেদনে জানানো হয়, ইয়াগময়ী তেহরানে আইএমএনএ-কে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, “ইরাক, তুরস্ক, ইউএই, আফগানিস্তান, রাশিয়া ও ইউরোপের কিছু দেশে রপ্তানির মাধ্যমে ইরান ওই অঞ্চলের বাজারে উল্লেখযোগ্য অবস্থান তৈরি করেছে।”
তিনি জানান, অতীতে খাদ্যপণ্যের পাচার রপ্তানিতে প্রতিবন্ধকতা তৈরি করলেও তদারকি ও স্থানীয় উৎপাদন জোরদার করায় ইরানি ব্র্যান্ডের চাহিদা বেড়েছে। তবে নতুন বাজারে প্রবেশে চ্যালেঞ্জ রয়ে গেছে, যেমন—মানের ভিন্নতা, প্রতিযোগিতা এবং পর্যাপ্ত বাজার গবেষণার অভাব।
ইয়াগময়ী আরও বলেন, “সাংহাই সহযোগিতা সংস্থা, ইউরেশীয় ইউনিয়ন ও ব্রিক্সে ইরানের সদস্যপদ খাদ্যপণ্যের রপ্তানি বাড়াতে নতুন সুযোগ সৃষ্টি করেছে। বাণিজ্যিক বাধা কমলে আঞ্চলিক বাজারে ইরানি পণ্যের প্রবেশ আরও সহজ হবে।”
সোমবার থেকে তেহরানে শুরু হয়েছে ‘ইরান এক্সপো ২০২৫’, যেখানে বিশ্বের ১১০টি দেশের প্রতিনিধিরা অংশ নিয়েছেন।