Thursday, May 8
Shadow

দক্ষিণ কোরিয়ায় মৌসুমী কর্মসংস্থানে বাংলাদেশের নতুন যাত্রা: ই-৮ ভিসায় প্রথম ব্যাচের ২৫ কর্মী পৌঁছেছেন

দক্ষিণ কোরিয়ায় মৌসুমী কর্মসংস্থানের আওতায় ই-৮ ভিসা ক্যাটাগরির প্রথম ব্যাচের ২৫ জন বাংলাদেশি কর্মী দেশটিতে পৌঁছেছেন।

দক্ষিণ কোরিয়ার ওয়ানডো কাউন্টি এবং বাংলাদেশের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মধ্যে স্বাক্ষরিত এক সমঝোতা স্মারকের আওতায় এই কর্মী প্রেরণ কার্যক্রম শুরু হয়েছে। সোমবার ঢাকায় এক সরকারি তথ্যবিবরণীতে বিষয়টি জানানো হয়।

সিউলে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের পক্ষ থেকে ইনচন আন্তর্জাতিক বিমানবন্দরে মৌসুমী কর্মীদের আন্তরিকভাবে স্বাগত জানানো হয়। প্রথম ব্যাচের ২৫ জন কর্মী ওয়ানডো কাউন্টির বিভিন্ন মৎস্যপ্রক্রিয়াজাত কোম্পানিতে কাজ করবেন।

প্রতিবেদন অনুযায়ী, এই প্রক্রিয়া ভবিষ্যতেও চলমান থাকবে এবং আরও বাংলাদেশি কর্মী পর্যায়ক্রমে দক্ষিণ কোরিয়ায় পাঠানো হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *