Wednesday, May 7
Shadow

দিনাজপুর সদরে এক যুবকের আত্মহত্যা

মাসুদুর রহমান, দিনাজপুর : ফেসবুকে পোস্ট দিয়ে দিনাজপুরের এক যুবক আত্মহত্যা করেছেন। রোহিত চন্দ্র রায় (৩৩) চিরিরবন্দর উপজেলার আউলিয়াপুকুর ইউনিয়ন গলাহার গুঞ্জাবারি গ্রামের ভবেশ চন্দ্র রায়ের ছেলে।

খোঁজ নিয়ে জানা গেছে, সোমবার (২৮ এপ্রিল) দিবাগত রাত ১২টার পর রোহিত রায় তার ফেসবুক প্রোফাইল থেকে নিজের একটি সাদাকালো ছবি দিয়ে পোস্ট দেয়।

পোস্টে তিনি লেখেন, “আমাকে নিয়ে এত সমস্যা, আর কারো সমস্যা করব না, বিদায় নিলাম পৃথিবী থেকে ভালো থাকো সবাই”।

রোহিত চন্দ্র রায় দুই ভাইয়ের মধ্যে বড় ছিলেন। চার বছর আগে মাকে হারিয়ে একাই আলাদা বাসায় থাকতেন। একাকিত্ব আর হতাশা থেকে আত্মহত্যা করেছে বলে দাবি পরিবার ও স্থানীয়দের।

জানা যায়, মঙ্গলবার সকালে বাড়ির পার্শ্ববর্তী একটি লিচু বাগানে ঝুলন্ত অবস্থায় রোহিতের মরদেহ দেখতে পেলে স্থানীয়রা পুলিশকে খবর দেয়া হয়। পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।

চিরিরবন্দর থানার অফিসার ইনচার্জ আব্দুল ওয়াদুদ বিষয়টি নিশ্চিত করে বলেন, মরদেহের সুরতহালসহ পুলিশের পক্ষ থেকে একটি মামলা দায়ের করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *