Wednesday, May 7
Shadow

উদ্বাস্তু সংকট মোকাবিলায় জাতিসংঘের পাশে চীন: নিরাপত্তা পরিষদে কেং শুয়াং


বিশ্বজুড়ে চলমান মানবিক সংকট ও উদ্বাস্তু সমস্যার প্রেক্ষাপটে জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনারের প্রচেষ্টাকে দৃঢ় সমর্থন জানিয়েছে চীন। সোমবার জাতিসংঘ নিরাপত্তা পরিষদের এক ব্রিফিংয়ে এ মন্তব্য করেন জাতিসংঘে চীনের উপ-স্থায়ী প্রতিনিধি কেং শুয়াং।

ব্রিফিংয়ে জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনার ফিলিপো গ্রান্ডি বলেন, বিভিন্ন অঞ্চলে চলমান সংঘাতের ফলে মানবিক সংকট আরও গভীর হচ্ছে এবং উদ্বাস্তুদের সংখ্যা আশঙ্কাজনক হারে বাড়ছে। তিনি উদ্বাস্তুদের মর্যাদাসম্পন্ন জীবন নিশ্চিত করতে এবং মানবিক সহায়তা ও অর্থায়ন জোরদারের জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানান।

জবাবে কেং শুয়াং বলেন, ভূরাজনৈতিক টানাপোড়েন, একতরফা নিষেধাজ্ঞা এবং বৈশ্বিক অর্থনৈতিক অস্থিরতার কারণে বর্তমান উদ্বাস্তু সংকট আরও জটিল রূপ নিচ্ছে। তিনি জাতিসংঘের এক সাম্প্রতিক প্রতিবেদন উদ্ধৃত করে বলেন, বর্তমানে বিশ্বজুড়ে প্রায় ১৩ কোটি মানুষ জোরপূর্বক বাস্তুচ্যুত হয়েছে, এবং এই সংখ্যা টানা ১২ বছর ধরে বাড়ছে।

চীন আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে প্রস্তুত এবং বহুপাক্ষিক সহযোগিতার মাধ্যমে উদ্বাস্তু সংকট নিরসনে সক্রিয় ভূমিকা রাখতে প্রতিশ্রুতিবদ্ধ বলে জানান কেং শুয়াং।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *