
এপ্রিল ২৮, সিএমজি বাংলা ডেস্ক: চীনের গবেষকরা চাঁদের দূরত্বে স্যাটেলাইট লেজার রেঞ্জিং পরীক্ষায় প্রথমবারের মতো সফল হয়েছেন। শুক্রবার এই খবর জানিয়েছে চীনের একাডেমি অব সায়েন্সেসের টেকনোলজি অ্যান্ড ইঞ্জিনিয়ারিং সেন্টার ফর স্পেস ইউটিলাইজেশন।
গত বুধবার চালানো পরীক্ষায় চাঁদের কক্ষপথে থাকা ডিআরও-এ স্যাটেলাইটের সঙ্গে পৃথিবী থেকে দূরত্ব মাপা হয়। পৃথিবীর ১.২ মিটার টেলিস্কোপ ও স্যাটেলাইটের একটি ছোট আয়নার (রেট্রোরিফ্লেক্টর) সাহায্যে প্রায় ৩ লাখ ৫০ হাজার কিলোমিটার দূরত্ব নির্ণয় করা সম্ভব হয়।
টেলিস্কোপের দিক ঠিক রাখা এবং দুর্বল সিগন্যাল শনাক্ত করার অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে গবেষকরা এই সফলতা পান।
এই প্রযুক্তি ভবিষ্যতে পৃথিবী-চাঁদ যোগাযোগ এবং গভীর মহাকাশ অভিযানের জন্য খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
গত মার্চে চীন থেকে ডিআরও-এ ও ডিআরও-বি স্যাটেলাইট যুগল উৎক্ষেপণ করা হয় এবং আগস্টে সফলভাবে এদের আলাদা করা হয়।
চলতি মাসের শুরুতে, চীন পৃথিবী-চাঁদ অঞ্চলে বিশ্বের প্রথম তিনটি স্যাটেলাইটের একসাথে কাজ করার নেটওয়ার্কও গঠন করেছে।