Wednesday, May 7
Shadow

সান্তাহারে বিএনপি অফিসে হামলা মামলায়  আ’লীগের ২৪ নেতা-কর্মী কারাগারে

সজীব হাসান, বগুড়া, আদমদিঘী : বগুড়া  সান্তাহারে বিএনপি অফিসে হামলা চলিয়ে মারপিটসহ ভাংচুর ও ককটেল বিস্ফোরণসহ বিশেষ ক্ষমতা আইনে দায়ের করা মামলায় আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের নেতাকর্মী ২৪ আসামির জামিনের আবেদন নামঞ্জুর করে বগুড়া কারাগারে পাঠানো হয়েছে। ওই ২৪ আসামি হাইকোটের আদেশের আলোকে আজ রোববার (২৭ এপ্রিল) বগুড়ার দায়রা জজ আদালতে স্বেচ্ছায় হাজির হয়ে জামিনের আবেদন করেন। ভারপ্রাপ্ত দায়রা জজ ইফতেখার আহমেদ ওই আসামিদের জামিনের আবেদন শুনানিশেষে  নামঞ্জুর করে ওই আদেশ দেন। আসামিরা হলো, গোলাম রব্বানী, হেলাল উদ্দিন, আব্দুর রাজ্জাক, আজাহার আলী, রবিউল ইসলাম, সাদেকুল ইসলাম, মোঃ টুকু, আবুল হোসেন ওরফে আবুল হোসেন সরদার, সাইফুল ইসলাম,  প্রদীপ চন্দ্র, রফিকুল মেম্বার ওরফে রফিকুল ইসলাম প্রাং, আরমান হোসেন, মোফাজ্জল, মিলন মেম্বার ওরফে মিলন মন্ডল, সানোয়ার হোসেন শিমু, মোঃ নুরু,  উত্তম ওরফে উত্তম চন্দ্র বর্মন, আবু হাসান ওরফে হাসান আলী মন্ডল, বেলাল হোসেন ওরফে বেলাল প্রামাণিক,সিরাজুল ইসলাম, আবু হাসান, আব্দুল মান্নান, আব্দুর রহিম। উল্লেখ্য, শেখ হাসিনা সরকার পতনের পর ৬ আগস্ট আওয়ামীলীগ ও তার অঙ্গ সংগঠনের ওই নেতা কর্মীরা আদমদীঘি উপজেলার সান্তাহার বিএনপি অফিসে হামলা চালিয়ে মারপিট, ভাংচুর ও ককটেল বিস্ফোরণের অভিযোগে পৃথক পৃথক মামলায় আসামি হিসাবে অভিযুক্ত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *