Saturday, April 26
Shadow

উড়তে ও চলার মতো সবচেয়ে ছোট রোবট আবিষ্কার চীনে

চীনের বিজ্ঞানীরা একটি নতুন মাইক্রো-রোবট তৈরি করেছেন, যা বিশ্বের সবচেয়ে ছোট এবং হালকা রোবট। রোবটটি মাটিতে চলতে এবং আকাশে উড়তে পারে, এবং একে একে নানা আকৃতিতে পরিবর্তনও করা যায়। এটি এখন পর্যন্ত তৈরিকৃত সবচেয়ে ছোট তারবিহীন মাধ্যমে চলাচল করতে সক্ষম রোবট।

বেইজিংয়ের সিংহুয়া বিশ্ববিদ্যালয়ের একটি গবেষক দল একটি পাতলা-ফিল্ম আকারের ছোট আকারের অ্যাকচুয়েটর তৈরি করেছেন, যা মাইক্রো-রোবটটিকে আকৃতি পরিবর্তন করতে এবং নির্দিষ্ট কনফিগারেশনে ‘লক’ করার উপযোগী করেছে। গবেষণার ফলাফল আন্তর্জাতিক সাময়িকী নেচার মেশিন ইন্টেলিজেন্স-এ অনলাইনে প্রকাশিত হয়েছে।

flying robot china

সিংহুয়া বিশ্ববিদ্যালয়ের গবেষকদের তৈরি রোবটটি ৯ সেন্টিমিটার লম্বা এবং এর ওজন ২৫ গ্রাম। রোবটটির বিশেষত্ব হলো, এটি এমনভাবে আকৃতি পরিবর্তন করতে পারে, যেটি আগে কোনো ছোট রোবট দ্বারা সম্ভব ছিল না।

গবেষক চাং ইয়িহুই বলেন, ‘আমরা একটি নতুন ডিজাইন কৌশল ব্যবহার করে এটি তৈরি করেছি, যা রোবটটির আকৃতি পরিবর্তন এবং লক করার ক্ষমতা বাড়িয়েছে।’

লেগো দ্বারা অনুপ্রাণিত ডিজাইনে তৈরি রোবটটি সেকেন্ডে ১.৬ মিটার গতিতে মাটিতে চলাচল করতে পারে এবং আকাশে উড়তেও সক্ষম।

আরও পড়ুন

কাশ্মীরে হামলা: ভারত-পাকিস্তান সংঘাতের শঙ্কা পুনরায় জাগ্রত
অ্যান্টার্কটিকায় ছিনলিং স্টেশনে পরিচ্ছন্ন জ্বালানির সাফল্যগাথার নেপথ্যে

এ ছাড়া, গবেষকরা আরও একটি ছোট ‘ট্রান্সফর্মার’ রোবট তৈরি করেছেন, যা ৪.৫ সেন্টিমিটার উচ্চতার এবং মাত্র ০.৮ গ্রাম ওজনের। রোবটটি ‘স্পোর্টস কার’, ‘পাখাওয়ালা গাড়ি’ মোডে রূপান্তরিত হতে পারে।

এই নতুন প্রযুক্তি ভবিষ্যতে বিভিন্ন বিপজ্জনক পরিবেশে কাজ করার জন্য, মেডিকেল ডিভাইস এবং ভার্চুয়াল রিয়ালিটি সিস্টেমের জন্য ব্যবহার হতে পারে।

সূত্র: সিএমজি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *