Sunday, July 13
Shadow

Tag: lifestyle

স্টাইল ঠিক রেখে পৃথিবী বাঁচানোর সহজ উপায়!

স্টাইল ঠিক রেখে পৃথিবী বাঁচানোর সহজ উপায়!

ফিচার, লাইফস্টাইল
ফাস্ট ফ্যাশন এখন এমন এক দৈত্য, যে প্রতিদিন নতুন জামা চাই—আর সেটা বানাতে বানাতে পৃথিবী হাঁপিয়ে উঠেছে। গত ২০ বছরে পোশাক তৈরির পরিমাণ দ্বিগুণ হয়েছে, কিন্তু আলমারির জায়গা তো আর বাড়েনি! এই ফ্যাশনের নামে তৈরি হচ্ছে এমন সব বর্জ্য, যা মাটি, পানি, প্রাণী—সবকিছুকেই বিরক্ত করে তুলেছে। ভাবুন, আপনি ঝলমলে পোশাকে সেলফি তুলছেন আর পাশে দাঁড়িয়ে একটি নদী কাদায় কাদায় কাদছে! এই শিল্পের দোষেই পৃথিবীতে কার্বন ডাই-অক্সাইডের ১০ শতাংশ নির্গমন হয়—মানে গ্লোবাল ওয়ার্মিংয়ের জন্য আমাদের ফ্যাশন সেন্সও দায়ী। তাই সময় এসেছে একটু টেকসই ফ্যাশনের দিকে পা বাড়ানোর। ভাববেন না, এতে স্টাইল কমে যাবে। বরং, "আমি ইকো-ফ্রেন্ডলি, বেবি!"—এই এক কথাতেই আপনি হয়ে যাবেন ট্রেন্ডসেটার। টেকসই উপকরণ? হ্যাঁ, ফ্যাশনেও সবুজ চিন্তা! পোশাক কিনবেন তো? আগে দেখে নিন সেটা বানাতে প্রকৃতির কতটা মাথাব্যথা হয়েছে। কীটনাশকমুক্ত জৈব ত...