
খুলনার বাগমারায় ২ এলাকাবাসীর সংঘর্ষ, ১ জন গুলিবিদ্ধসহ আহত ৫
এম এন আলী শিপলু, খুলনা :খুলনার বাগমারায় ২ এলাকাবাসীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। একটি দোকান চুরির ঘটনায় এ সংঘর্ষ হয়। এ ঘটনায় দুর্বৃত্তরা একজনকে গুলি এবং অপর ৪জনকে ধারালো অস্ত্রদিয়ে কুপিয়ে গুরুতর জখম করেছে। রোববার (৪ মে ) দুপুর সাড়ে ১২ টার দিকে নগরীর বাগমারা ব্রিজের সন্নিকটে এ ঘটনা ঘটে। স্থানীয়রা আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।আহতরা হলেন, বাগমারা ব্রিজ সংলগ্ন মো. খলিল শেখের ছেলে মো. আজিজ (৪৫), একই এলাকার ইয়াকুব আলী শেখের ছেলে মো. সিরাজুল ইসলাম (৪২) তার ছোটভাই শহিদুল ইসলাম (৩৭) মো. নজরুল ইসলাম এবং খলিল শেখের স্ত্রী নিলুফা বেগম (৬৫)।দুর্বৃত্তের ছোড়া গুলিতে আব্দুল আজিজের বুকের ডানপাশে বিদ্ধ হয়। তার শারীরিক অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হয়েছে। বাকী ৪জন শঙ্কামুক্ত হওয়ায় তাদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে রেখে চিক...