
জবি ক্যাম্পাসে সংঘবদ্ধ হামলা ও মব সৃষ্টির ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে হিউম্যান রাইটস সোসাইটি
রোকুনুজ্জামান গোলাম রাব্বী, জবি : জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শহীদ সাজিদ একাডেমিক ভবনের নিচতলায় সম্প্রতি সংঘটিত সংঘবদ্ধ হামলা ও মব সৃষ্টির ঘটনায় ক্যাম্পাসে চরম অস্থিরতা এবং শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। গত বৃহস্পতিবার (১০ জুলাই) বিশ্ববিদ্যালয়ের দুইজন সম্মানিত শিক্ষক ও একটি ক্রিয়াশীল ছাত্রসংগঠনের কয়েকজন নেতৃবৃন্দের উপর এই হামলা চালানো হয়। হামলাকারীরা ‘ছাত্রলীগ পুনর্বাসন প্রতিরোধ’ এর নামে মব সৃষ্টি করে পরিস্থিতিকে আরও উত্তপ্ত করে তোলে।
ঘটনার পরিপ্রেক্ষিতে জগন্নাথ বিশ্ববিদ্যালয় হিউম্যান রাইটস সোসাইটি এক বিবৃতিতে গভীর উদ্বেগ প্রকাশ করেছে। সংগঠনের সাধারণ সম্পাদক জুনায়েদ মাসুদ স্বাক্ষরিত বিবৃতিতে বলা হয়, “৫ আগস্টের পর দীর্ঘ সময় পেরিয়ে গেলেও বিশ্ববিদ্যালয় প্রশাসন এখন পর্যন্ত জুলাই অভ্যুত্থানে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের উপর বর্বরোচিত হামলার সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাব...