
বাংলাদেশে স্টারলিংকের স্যাটেলাইট ইন্টারনেট সেবা: কিভাবে এবং কত?
দেশে প্রথমবারের মতো পরীক্ষামূলকভাবে চালু হলো স্যাটেলাইটভিত্তিক ইন্টারনেট সেবা ‘স্টারলিংক’। সোমবার (২০ মে) থেকে এই সেবা আনুষ্ঠানিকভাবে চালু হয়েছে। ডাক ও টেলিযোগাযোগ বিভাগের তথ্যমতে, নন-জিওস্টেশনারি অরবিট (NGSO) নীতিমালার আওতায় এই পরিষেবা শুরু হয়েছে।
স্টারলিংক ব্যবহারকারীদের জন্য দুটি প্যাকেজ চালু করা হয়েছে। এর মধ্যে ‘রেসিডেন্স’ প্যাকেজে মাসিক খরচ ৬ হাজার টাকা, আর ‘রেসিডেন্স লাইট’-এর জন্য খরচ ৪ হাজার ২০০ টাকা। তবে শুরুতেই এককালীনভাবে ৪৭ হাজার টাকা দিয়ে ইন্টারনেট সেটআপ যন্ত্রপাতি (ডিশ, রাউটারসহ আনুষঙ্গিক ডিভাইস) কিনতে হবে। এই সেবায় রয়েছে ডেটা ব্যবহারে কোনো সীমাবদ্ধতা নেই—অর্থাৎ আনলিমিটেড ডেটা ব্যবহার করা যাবে এবং প্রতি সেকেন্ডে সর্বোচ্চ ৩০০ মেগাবিট গতির ইন্টারনেট সুবিধা পাওয়া যাবে।
তবে এক জায়গায় একবার বসানো হলে সেই ডিভাইস অন্যত্র সরিয়ে নেওয়া যাবে না—এমন বিধিনিষেধ থাকলেও, সেট...