
লাকসামে ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডেরএককোটি টাকার আর্থিক সহায়তা প্রদান
সৈয়দ মুজিবুর রহমান দুলাল, লাকসাম.
কুমিল্লার লাকসামে ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের উদ্যেগে এসএসসি ও এইচএসসিতে জিপিএ-৫ প্রাপ্ত কৃতীঁ শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি, প্রবাসে মৃতের পরিবারকে আর্থিক অনুদান, ক্ষতিপূরণ ও বীমার চেক বিতরণসহ এক কোটি টাকার আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে৷
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের আওতায় বৃহস্পতিবার (১ মে) এসব আর্থিক অনুদান প্রদান, ক্ষতিপূরণ ও বীমার চেক বিতরণ করা হয়।
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) ব্যারিস্টার মো. গোলাম সরওয়ার ভূঁইয়া আর্থিক সহায়তা প্রদানের বিষয়টি নিশ্চিত করেছেন।
ওইদিন বিকেলে উপজেলার গণউদ্যোগ বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে আয়োজিত এসব আর্থিক অনুদানের চেক বিতরণ অনুষ্...